আমাদের সম্পর্কে

বাংলা ভাষাভাষী মানুষদের জন্য শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কনটেন্ট প্রকাশ করার জন্য অধ্যয়ন ডট কম এর যাত্রা শুরু। ২০২০ সালের কোনো এক বিকেলে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকরা একঝাঁক মেধাবী তরুণ উদ্যোক্তাদের সাথে নিয়ে অফলাইনে শুরু হয় আমাদের কার্যক্রম। বুকে একরাশ স্বপ্ন দেশের মানুষকে আধুনিক ও যুগপোযী শিক্ষায় খাপ খাইয়ে নেওয়ার জন্য সহযোগিতা করা।

আমাদের প্রচেষ্টায় বিভিন্ন সময় সামিল হয়েছে অনেকে। তাদের মেধা, শ্রম ও আন্তরিকতা দিয়ে আমাদের পাশে থেকেছেন। আমার তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো সারাজীবন।

যাত্রা শুরু

বুকভরা আত্মবিশ্বাস নিয়ে আমরা ১ এপ্রিল ২০২০ কোভিড-১৯ এর চরম মুহুর্তে যখন দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ তখনই আমাদের পথচলা শুরু। তখন আমাদের সকল বন্ধুরা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নিজ নিজ বাসায় অবস্থান করছে। নিজেদের অবস্থার প্রেক্ষিতে আমরা অনলাইন মিটিং এর মাধ্যমে ঠিক করি এই মুহুর্তে দেশের শিক্ষার্থীদের পড়াশোনায় সম্পৃক্ত রাখা অত্যন্ত জরুরি।

এই জন্য ঘরে বসেই তাদের অনলাইনে পাঠদান করা এবং বিভিন্ন অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুরু করি একটি প্লাটফর্ম যার নাম দেওয়া হয় অধ্যয়ন ডট কম।

এর পর থেকে দীর্ঘদিন গুগল মিট, জুম এবং ফেসবুক মেসেজঞ্জার ব্যবহার আমরা কার্যক্রম পরিচালনা করেছি। বর্তমানে আমাদের পরিসর আরও বৃদ্ধি করার জন্য একটি ওয়েবসাইট প্রস্তুতির সিদ্ধান্ত থেকে যাত্রা শুরু হয় অধ্যয়ন ডট কম।

স্বপ্ন – যেতে হবে বহুদূর

আমাদের স্বপ্ন এগিয়ে যাওয়ার। যুগের সাথে তাল মিলিয়ে বাংলা ভাষাভাষী মানুষকে বিভিন্ন শিক্ষামূলক কনটেন্ট প্রদানের মাধ্যমে আধুনিক শিক্ষার সাথে এডজাস্ট করে দক্ষ করে গড়ে তোলা। আমরা সর্বদাই মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি।

বর্তমানে যুগ তথ্য প্রযুক্তির যুগ। ডিজিটাল প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারলে এখানে টিকে থাকা খুব মুশকিল। আর তাই আমরা সবাইকে চতুর্থ শিল্পবিল্পবের জন্য প্রস্তুত করতে কাজ করে যাবো।

যা নিয়ে কাজ করবো আমরা

প্রাথমিক থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত সকল স্তরের শিক্ষামূলক বিভিন্ন কনটেন্ট নিয়ে আমাদের কাজ থাকবে। ১ম থেকে ১২শ শ্রেণি এবং বিশ্ববিদ্যালয় স্তরের বিভিন্ন পাঠবইয়ের অ্যাসাইনমেন্ট, প্রশ্ন এবং পাঠগুলোকে সহজবোধ্য করে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করাই আমাদের লক্ষ।

আমরা চাই শিক্ষার্থীরা যেনো আনন্দের সাথে বৈজ্ঞানিক প্রকিয়ার মাধ্যমে পাঠ আয়ত্ব করতে পারে এবং এই সকল পাঠ যেনো তাদের পেশাগত জীবনে কাজে লাগে। দেশের শিক্ষা ব্যবস্থার সাথে আন্তর্জাতিক শিক্ষার সমন্বয় করে পাঠকদের একটি অনন্য পাঠ উপহার দেওয়ার প্রয়াস আমাদের। আমরা বিশ্বাস করি আমরা পারবো।

কনটেন্ট সোর্স

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ড কর্তৃক রচিত সকল শ্রেণির পাঠ বই এবং সমসাময়িক বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে আমরা তথ্য সংগ্রহ করে থাকি। দেশের বিভিন্ন প্রান্তে থাকা আমাদের টিম মেম্বারগণ নিয়মিত বিভিন্ন অথেনটিক সোর্স থেকে তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করে পাঠকের প্রয়োজনীয়তার আলোকে অপটিমাইজ করে প্রকাশ করি।

আমরা কখনো অসত্য বা ভূয়া তথ্য প্রকাশ করিনা। কারণ আমরা বিশ্বাস করি একটি অসত্য তথ্য একটি সমাজ বা জাতীকে ধ্বংস করে দিতে পারে। আমাদের প্রকাশিত কোনো কনটেন্ট নিয়ে আপনার কোনো আপত্তি চোখে পড়লে আমাদের সাথে যোগাযোগ করে সমাধান করে নিন।

পরিশেষে

আমাদের শ্রম শুধুমাত্র দেশের মানুষের কল্যাণে। আমরা সবসময় পাঠকদের সেরাটা দেওয়ার জন্য অঙ্গিকারাবদ্ধ। আমাদের স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাপোর্ট অনেক বেশি জরুরী।

আমাদের সকল আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেইজ লাইক ও ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।

error: এই কনটেন্ট কপি করা যাবেনা! অন্য কোনো উপায়ে কপি করা থেকে বিরত থাকুন!!!