৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর: প্রিয় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন বা অর্ধ-বার্ষিক পরীক্ষা আগামী ০৭ জুন ২০২৩ তারিখ থেকে আরম্ভ হতে যাচ্ছে। আজ তোমাদের জন্য আলোচনা করবো ৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর নিয়ে।
যেহেতু এইবারই প্রথম নতুন শিক্ষাক্রমের আলোকে তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই এটি তোমাদের এবং শিক্ষকদের জন্য একেবারে নতুন একটি বিষয়। তাই আমরা তোমাদের জন্য বাংলা পাঠ্য বইয়ের অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এবং তোমরা কিভাবে উত্তর করবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ।
৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন রুটিন জানিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
আগামী ০৭ জুন ২০২৩ ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ভাষা ও সাহিত্য উৎসব শিরোনামে বাংলা বিষয়ের পরীক্ষা বা মূল্যায়ন অনুষ্ঠিত হবে। ছাত্র/ছাত্রীদের জন্য বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। সেটিই বিস্তারিত দিব ইনশাআল্লাহ।
৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর
ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন ৬ষ্ঠ শ্রেণি বাংলা নমুনা প্রশ্ন
এনসিটিবি কর্তৃক তোমাদের জন্য বাংলা বিষয়ের অর্ধ-বার্ষিক পরীক্ষার একটি প্রশ্ন দিয়েছে। যেখানে তোমাদের সামষ্টিক মূল্যায়নের দিন বাংলা ভাষা ও সাহিত্য উৎসব নিয়ে কি কি কাজ করতে হবে তা আছে।
নিচের ছবিতে ৬ষ্ঠ শ্রেণি বাংলা অর্ধ-বার্ষিক বা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন বা কাজটি দেওয়া হল। তোমরা চাইলে এটি প্রিন্ট করে নিতে পারো।

৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর
ভাষা ও সাহিত্য উৎসব
বাংলা বিষয়ে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নিয়ে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য নির্দেশনা
(৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর)
কার্যক্রম | নির্দেশনা | সময় |
১. প্রমিত ভাষার ব্যবহার | বাড়ি থেকে করে এনে শিক্ষকের কাছে জমা দিতে হবে: নিজের বাড়িতে অপ্রমিত/আঞ্চলিক উচ্চারণ হয় এমন দশটি শব্দ পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে শনাক্ত করতে হবে। শব্দগুলোর অপ্রমিত/আঞ্চলিক উচ্চারণ এবং প্রমিত উচ্চারণ একটি কাগজে নাম ও আইডিসহ লিখে জমা দিতে হবে। যাদের সাথে আলোচনা করে এ কাজটি করা হয়েছে কাগজে তাদের নাম, পরিচয় ও স্বাক্ষর থাকতে হবে। • ৬ষ্ঠ শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের বাইরে থেকে যে কোনো কবিতার প্রথম ১০ লাইন এবং সংবাদপত্র থেকে যে কোনো বিষয়ের উপর সংবাদপত্রের একটি খবরের ৫ লাইন বাছাই করতে হবে। • প্রমিত উচ্চারণে বাছাইকৃত কবিতাটি আবৃত্তি করতে হবে এবং খবরটি পাঠ করতে হবে। • কবিতা আবৃত্তি এবং খবর পাঠের কাজটি লেখা দেখে করা যাবে। | ২-৩ মিনিট (প্রতিজন) |
২. যোগাযোগ করা | বাড়ি থেকে করে এনে শিক্ষকের কাছে জমা দিতে হবে: বয়স ও সম্পর্কের বৈচিত্র্যতা বিবেচনায় নিয়ে যে কোনো ব্যক্তির সাথে কীভাবে মর্যাদা বজায় রেখে যোগাযোগের করা উচিত এ ব্যাপারে পরিবার বা পরিবারের বাইরের অন্তত দুইজন ব্যক্তির সাথে আলোচনা করে তথ্য সংগ্রহ করতে হবে । এরপর এ বিষয়টি নিয়ে এক পৃষ্ঠার মধ্যে একটি তালিকা লিখিতভাবে প্রস্তুত করে নাম ও আইডিসহ লিখে জমা দিতে হবে। যাদের সাথে আলোচনা করে এ কাজটি করা হয়েছে কাগজে তাদের নাম, পরিচয় ও স্বাক্ষর থাকতে হবে। • অন্যের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য সংগ্রহ করতে হবে। • তথ্য সংগ্রহের জন্য লটারির মাধ্যমে ৫ সদস্যের দল তৈরি করে দেওয়া হবে। • সংগৃহীত তথ্য দলগতভাবে জমা দিতে হবে। • দলের প্রত্যেকে নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিবে। | ৪৫-৬০ মিনিট (প্রতি দল) |
৩. ভাষায় শব্দ, বাক্য যতিচিহ্নের ব্যবহার | • প্রত্যেক শিক্ষার্থীকে একাধিক বিষয় থেকে যে কোনো একটি বিষয় নির্ধারন করে নিতে হবে। • বিভিন্ন শ্রেণির শব্দ, বাক্য ও যতিচিহ্ন প্রয়োগ করে নির্ধারিত বিষয়ের উপর সর্বোচ্চ ৪০০ শব্দের • মধ্যে একটি কথোপকথন (Dialogue) প্রস্তুত করতে হবে। এরপর প্রস্তুতকৃত কথোপকথন নিয়ে আরো কিছু কাজ দেওয়া হবে। • এ কাজের সময় পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে। | ৪৫-৬০ মিনিট (প্রতি জন) |
৪. চারপাশের লেখা বিশ্লেষণ | • প্রত্যেক শিক্ষার্থীকে একাধিক বিষয় থেকে যে কোনো একটি বিষয় নির্ধারন করে নিতে হবে। • বিষয়টি নিয়ে কিছু লিখিত কাজ দেওয়া দেওয়া। • এ কাজের সময় পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে। | ৩৫-৪৫ মিনিট (প্রতিজন) |
ভাষা ও সাহিত্য উৎসব – ৬ষ্ঠ শ্রেণি – বাংলা (শিক্ষকদের জন্য নির্দেশনা)
উৎসবের অন্তত ৭ দিন আগে বাংলা বিষয়ে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নিয়ে শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য নির্দেশনা দিয়ে রাখবেন। তারা যেন অবশ্যই ঐদিন নিজ নিজ পাঠ্যবইটি সাথে করে নিয়ে আসে সে ব্যাপারেও নির্দেশনা দেবেন।
উৎসবের আগে ও উৎসবের দিন কার্যক্রম অনুযায়ী নিচের নির্দেশনার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য বিষয় ও কাজ নির্ধারণ করবেন। এ কাজগুলো বাস্তবায়নের জন্য আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রাখবেন।
(৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর)
১. প্রমিত ভাষার ব্যবহার
বাড়ি থেকে করে এনে জমা দেবার কাজটি শিক্ষার্থীদের কাছে ব্যাখ্যা করবেন এবং কাজটি কেমন হবে তা সুস্পষ্ট করার জন্য নিচের নমুনাটি বোর্ডে লিখে দেখাবেন এবং সে অনুযায়ী কাজটি জমা দিতে বলবেন।

আবৃত্তি ও পাঠের জন্য শিক্ষার্থীদের নির্দেশনা দিয়ে রাখবেন, তারা যেন প্রত্যেকে নিজের মতো কবিতা ও সংবাদপত্রের যে কোনো খবর বাছাই করে। ৬ষ্ঠ শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের বাইরের যে কোনো কবিতা বাছাই করার নির্দেশনাটি স্মরণ করিয়ে দেবেন।
শিক্ষার্থীদের জানিয়ে রাখবেন, তারা দেখে কিংবা না দেখে আবৃত্তি ও পাঠের কাজটি করতে পারবে। এটা বলে রাখবেন যে কবিতা আবৃত্তি ও পাঠের সময় শব্দের প্রমিত উচ্চারণের ব্যাপারে বিশেষভাবে খেয়াল করা হবে এবং আবৃত্তি করার প্রস্তুতি হিসেবে বাড়িতে অনুশীলন করার পরামর্শ দেবেন।
সময় এবং কাজের সুবিধার্থে প্রত্যেক শিক্ষার্থীকে ক্লাসের সামনে এনে আবৃত্তি ও পাঠ করানোর পরিবর্তে নিজেদের সিট থেকে দাঁড়িয়ে করানো যাবে।
৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর
২. যোগাযোগ করা
বাড়ি থেকে করে এনে জমা দেবার কাজটি শিক্ষার্থীদের কাছে ব্যাখ্যা করবেন এবং কাজটি কেমন হবে তা সুস্পষ্ট করার জন্য নিচের নমুনাটি বোর্ডে লিখে দেখাবেন এবং সে অনুযায়ী কাজটি জমা দিতে বলবেন।

৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর
পরবর্তী কাজের জন্য উৎসবের নির্ধারিত দিনটির আগেই শিক্ষার্থীদের কিছু দলে বিভক্ত করে দেবেন। ভাগ করা দলগুলোকে অন্যের সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহের জন্য একেকটি বিষয় নির্ধারণ করে দেবেন।
বিষয়গুলো যেন শিক্ষার্থীদের জন্য প্রাসঙ্গিক এবং বয়স উপযোগী হয় হয় সে ব্যাপারে লক্ষ রাখবেন। বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীরা অন্যদের সাথে কথা বলে ও পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করবে।
অন্য শিক্ষক বা ভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার প্রয়োজন হলে ঐ শিক্ষক বা ঐ ক্লাসের শিক্ষার্থীদের আগে থেকেই জানিয়ে রাখবেন। বিষয় অনুযায়ী প্রতি দল কাদের থেকে তথ্য সংগ্রহ করবে সে ব্যাপারেও সুস্পষ্ট নির্দেশনা দেবেন।
প্রত্যেক সদস্য নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়ে তথ্য সংগ্রহ করবে এবং সংগৃহীত তথ্য একত্র করে দলগতভাবে একটি কাজ হিসেবে শিক্ষকের কাছে জমা দেবে।
বিষয় ও নির্দেশনার নমুনা দেওয়া হলো:
৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর

৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর
ক্রম | বিষয়ের নাম (বিস্তারিত দেখতে লেখার উপর ক্লিক করুন) |
১ | বিদ্যালয়কে আরো সুন্দর করতে যা যা করা যেতে পারে (বিস্তারিত) |
২ | প্রিয় বই: অন্যদের প্রিয় বই সম্পর্কে জানতে চাওয়ার উদ্দেশ্যে কি কি প্রশ্ন করা যায় |
৩ | অবসর সময়ে যা করি: অন্যের পছন্দের কাজ সম্পর্কে জানতে চাওয়ার উদ্দেশ্যে কি কি প্রশ্ন করা যায় |
৩. ভাষায় শব্দ, বাক্য ও যতিচিহ্নের ব্যবহার
পূর্বনির্ধারিত একাধিক কিছু বিষয়ের মধ্য থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি বিষয় নির্ধারণ করে এর উপর সর্বোচ্চ ৪০০ শব্দের মধ্যে একটি কথোপকথন (Dialogue) প্রস্তুত করতে বলবেন। কথোপকথন বলতে কী বোঝায় সে ব্যাপারে শিক্ষার্থীদের সুষ্পট ধারণা না থাকলে এ ব্যাপারে সে ধারণা দেবেন।
মুখস্ত বা গাইড নির্ভর নয়, এমন কিছু বিষয় শিক্ষক আগে থেকেই নির্ধারণ করে রাখবেন। এজন্য বিষয়গুলো স্থানীয় স্থাপনা বা স্থান, এলাকার সমস্যা বা চাহিদা, নির্দিষ্ট ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতা, সাম্প্রতিক সময়ে ঘটা স্থানীয় বা জাতীয় ঘটনা, বিদ্যালয়ের সমস্যা বা চাহিদা, বিদ্যালয়ের বিশেষ ঘটনা ইত্যাদি।
পাশাপাশি শিক্ষার্থীরা যেন একই ধরনের বিষয় নিয়ে না লেখে সে জন্য কয়েকটি বিষয় নিয়ে একটি করে ‘বিষয় গুচ্ছ’ তৈরি করবেন এবং পাশাপাশি তিনজন শিক্ষার্থী তিনটি পৃথক গুচ্ছ থেকে যে কোনো একটি বিষয় নির্ধারণ করে অনুচ্ছেদ প্রস্তুত করবে। শিক্ষার্থীদের কীভাবে গুচ্ছ থেকে বিষয় নির্ধারণ করতে হবে তার একটি নমুনা নিচে দেওয়া দেওয়া হলো।
একইসাথে কথোপকথন প্রস্তুত করার সময় তাদের কোন বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে এবং অনুচ্ছেদ করার পর কী ধরনের কাজ করতে হবে তাও নিচে দেওয়া হলো।

৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর
নির্দেশনা:
১. কথোপকথনটি প্রস্তুত করার সময় পাঠ্যবইয়ের সাহায্য নেওয়া যাবে। এতে যেন বিভিন্ন শ্রেণির শব্দ, বাক্য এবং যতিচিহ্ন ব্যবহার হয় সে ব্যাপারে লক্ষ্য রাখবে।
২. কথোপকথন রচনা শেষে এটি থেকে নিচের কাজগুলো করবে:
ক) যে কোনো ৪ শ্রেণির একটি করে শব্দ এবং এটি কোন ধরনের শব্দ উল্লেখ করবেন।
খ) যে কোনো ৩ শ্রেণির একটি করে বাক্য এবং এটি কোন ধরনের বাক্য উল্লেখ করবেন।
গ) এতে যত ধরনের যতিচিহ্ন ব্যবহার করা হয়েছে তার মধ্যে থেকে ৫ ধরনের যতিচিহ্ন উল্লেখ করো।
ঘ) কথোপকথনে ব্যবহার করেছ এমন যে কোনো ৩টি শব্দের প্রতিশব্দ এবং বিপরীত শব্দ উল্লেখ করো।
৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর
৪. চারপাশের লেখা বিশ্লেষণ
চতুর্থ অধ্যায়ের আলোকে চারপাশের বিভিন্ন ধরনের লেখা থেকে ৪ ধরনের লেখা শিক্ষার্থীদের বিষয় হিসেবে দেবেন। এর মধ্যে থেকে শিক্ষার্থীরা যে কোনো একটি নির্ধারণ করবে।
পাশাপাশি শিক্ষার্থীরা যেন একই বিষয় না পায় সে ব্যাপারে লক্ষ্য রাখবেন। একইসাথে ঐ ধরনের লেখা সে কোথায় দেখেছে এবং লেখাটি লেখাটি কীরূপ ছিল তা উল্লেখ করবে।
একইসাথে তার স্থানীয় প্রেক্ষাপট বিবেচনায় ঐ বিষয়ের উপর দুটি নমুনা লেখা প্রস্তুত করবে। শিক্ষার্থীদের কীভাবে বিষয় নির্ধারণ করতে দেবেন এবং বিষয় অনুযায়ী কাজ করতে দেবেন তার নমুনা নিচে দেওয়া হলো:

৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর
প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য ২০২৩ সালের ১ম সামষ্টিক মূল্যায়ন ৬ষ্ঠ শ্রেণির বাংলা ভাষা ও সাহিত্য উৎসব এর কাজগুলোর সম্ভব্য সমাধান তৈরির কাজ চলবে। আশা করছি অল্প সময়ের মধ্যে আমরা সেটি প্রকাশ করতে পারবো। দ্রুত সময়ে আমাদের আপডেট গুলো পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজ এবং গ্রুপে যোগ দিয়ে রাখুন।
৬ষ্ঠ শ্রেণি অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৩ (প্রথম ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন) বাংলা বিষয়ের সবগুলো অ্যাসাইনমেন্ট সমাধান
শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে ২০২৩ সালের নতুন শিক্ষাক্রমের আলোকে বাংলা বিষয়ের অর্ধ বার্ষিক পরীক্ষায় যেসকলে সাইনমেন্ট বা কাজ দেয়া হয়েছে সেগুলো সহজ করে দেয়ার জন্য আমরা অর্ধন ডট কম এর পক্ষ থেকে কিছু নমুনা উত্তর প্রস্তুত করে দিয়েছি। আশা করছি এগুলো অনুসরণ করার মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজে তাদের কাজগুলো করতে পারবে।
নিজের তালিকা থেকে বাংলা বিষয়ের সবগুলো কাজ দেখে নেওয়া এবং তোমার কাঙ্ক্ষিত নামের উপর ক্লিক করে নমুনা সমাধান দেখে নিতে পারো;
5 Comments
Pingback: প্রমিত ভাষার ব্যবহার - শব্দের অপ্রমিত/আঞ্চলিক উচ্চারণ এবং প্রমিত উচ্চারণ - অধ্যয়ন
চার রাস্তার মোড় কথোপকথন
Thank you
মোস্ট ওয়েলকাম। আমাদের সাথেই থাকুন।
Pingback: ৬ষ্ঠ শ্রেণি ইংরেজি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ও সম্ভব্য উত্তর - অধ্যয়ন