প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় প্রান্তিক পরীক্ষার রুটিন ও মূল্যায়ন নির্দেশনা ২০২২ প্রকাশিত হয়েছে। এই রুটিন এর আলোকে ২০২২ সালের দেশের সরকারি প্রাইমারি সমূহের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অধ্যয়ন ডট কম এর পাঠকদের জন্য দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২২ সালের বার্ষিক পরীক্ষা (৩য় প্রান্তিক মূল্যায়ন) রুটিন পিডিএফ এবং মাইক্রসফট ওয়ার্ড ফাইল আকারে দেওয়া হল।
এই ফাইলগুলো আপনার কম্পিউটার এ ডাউনলোড করে ইচ্ছেমত কাস্টমাইজ করে নিতে পারবেন এবং চাইলে নিজের বিদ্যালয়ে নামে প্রাথমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষার রুটিন ২০২২ তৈরি করে শিক্ষার্থীদের সরবরাহ করতে পারবেন। এর জন্য কোনো প্রকার ফি দেওয়ার প্রয়োজন হবেনা।
সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২২ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয় সমূহের সকল শ্রেণির মূল্যায়ন নিজ নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সেই সাথে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত না হয়ে নিজ বিদ্যালয়ে প্রান্তিক মূল্যায়নের মাধ্যমে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হবে।
৩১ অক্টোবর ২০২২ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক মূল্যায়ন পদ্ধতি এবং প্রয়োজনীয় ছক প্রকাশ করা হয় যাতে ২০২২ সালে প্রাথমিক বিদ্যালয় সমূহে কিভাবে মূল্যায়ন হবে সেই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে।
সেই নির্দেশনার আলোকে ২০২২ সালে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য সরকারি প্রাইমারি স্কুল ৩য় প্রান্তিক মূল্যায়ন অর্থ্যাৎ বার্ষিক পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় প্রান্তিক মূল্যায়ন রুটিন
দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের জন্য ২০২২ সালে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়ার লক্ষ্যে তৃতীয় প্রান্তিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়েছে এবং সেই অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় প্রান্তিক পরীক্ষার রুটিন ২০২২ ও মূল্যায়ন নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত রুটিন অনুযায়ী ২০২২ সালে প্রাথমিক বিদ্যালয় সমূহে বার্ষিক পরীক্ষা শুরু হবে ০৮ ডিসেম্বর ২০২২ এবং শেষ হবে ১৯ ডিসেম্বর ২০২২;
প্রতিদিন সকাল ০৯:০০ ঘটিকা থেকে ১১:০০ ঘটিকা পর্যন্ত ২ ঘন্টা প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পরীক্ষা শুরু হবে বেলা ১১:৩০ থেকে এবং শেষ হবে দুপুর ০১:৩০ মিনিটে।
নিচের ছবিতে ২০২২ সালের প্রাথমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষার রুটিন দেখে নিন

নিচের ছকে প্রাথমিক বিদ্যালয় সকল শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন রুটিন দেখে নিন
তারিখ ও বার | সময় ০৯:০০-১১:০০ | সময় ০৯:০০-১১:০০ |
---|---|---|
০৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার | ইংরেজি ১ম ও ২য় শ্রেণি | ইংরেজি ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি |
১১ ডিসেম্বর ২০২২ রবিবার | প্রাথমিক গণিত ১ম ও ২য় শ্রেণি | প্রাথমিক গণিত ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি |
১২ ডিসেম্বর ২০২২ সোমবার | বাংলা ১ম ও ২য় শ্রেণি | বাংলা ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি |
১৩ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার | পরিবেশ পরিচিতি সমাজ ও বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা ১ম ও ২য় শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি |
১৮ ডিসেম্বর ২০২২ রবিবার | ধর্ম ও নৈতিক শিক্ষা ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি | চারু ও কারুকলা, সংগীত ও শারীরিক শিক্ষা ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি |
১৯ ডিসেম্বর ২০২২ সোমবার | চারু ও কারুকলা, সংগীত ও শারীরিক শিক্ষা ১ম ও ২য় শ্রেণি | প্রাথমিক বিজ্ঞান ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি |
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষের ৩য় প্রান্তিকের মূল্যায়ন (পরীক্ষা) সংক্রান্ত বিজ্ঞপ্তি
২০২২ সালে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য ৩য় প্রান্তিক মূল্যায়ন (পরীক্ষা) আয়োজন এবং মূল্যায়ন সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে অধিদপ্তর।
প্রকাশিত নির্দেশনায় ১ম থেকে ৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষা কিভাবে হবে এবং কিভাবে মূল্যায়ন করা হবে সেই সাথে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পরিবর্তে কিভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে সেই বিষয়ে জানানো হবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষের ৩য় প্রান্তিকের মূল্যায়ন (পরীক্ষা) সংক্রান্ত বিজ্ঞপ্তি নিচের ছবিতে দেখুন

২০২২ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) সংক্রান্ত নির্দেশনা
নিজ নিজ বিদ্যালয়ে সকল শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য ২০২২ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে কর্তৃপক্ষ। নিচে ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের বিস্তারিত আলোচনা করা হলো-
১. উপরে প্রদত্ত রুটিন অনুসরণপূর্বক ৩য় প্রান্তিকের মূল্যায়ন পরিচালনা করতে হবে।
২. প্রতি শ্রেণিতে প্রতি বিষয়ে পূর্ণমান ৬০ নম্বরের মধ্যে বার্ষিক মূল্যায়ন সম্পন্ন করতে হবে।
৩. সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে বিষয় শিক্ষকের মাধ্যমে জ্ঞান, অনুধাবন ও প্রয়োগমূলক শিখনক্ষেত্র বিবেচনায় ক্লাস্টারভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে।
৪. মূল্যায়ন কার্যক্রম সম্পন্নের জন্য শিক্ষার্থী বা অভিভাবকগণের নিকট থেকে কোনো ফি গ্রহণ করা যাবে না।
৫. বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রশ্নপত্র কম্পিউটার কম্পোজ করে ফটোকপি করতে হবে। প্রশ্নপত্র ফটোকপি ও উত্তরপত্র (খাতা) সহ আনুষাঙ্গিক ব্যয়ের ক্ষেত্রে বিদ্যালয়ের আনুষাঙ্গিক খাত/স্লিপ ফান্ড থেকে ব্যয় নির্বাহ করতে হবে। প্রয়োজনে আগামী বাজেট থেকে সমন্বয় করা যাবে।
৬. কোনো অবস্থাতেই প্রশ্নপত্র ছাপাখানায় মুদ্রণ করা যাবে না।
৭. প্রত্যেকটি বিষয়ে শ্রেণি মূল্যায়নের প্রাপ্ত নম্বর এবং চূড়ান্ত প্রান্তিকের প্রাপ্ত নম্বর যোগ করে ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অগ্রগতির প্রতিবেদন প্রণয়ন করতে হবে এবং অভিভাবকদের অবহিত করতে হবে।
প্রাথমিক বিদ্যালয় ৩য় প্রান্তিক মূল্যায়ন রুটিন ২০২২ পিডিএফ ডাউনলোড
শিক্ষার্থী, অভিভাবক ও প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সুবিধার্থে প্রাথমিক বিদ্যালয় ৩য় প্রান্তিক মূল্যায়ন রুটিন ২০২২ পিডিএফ ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।
আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:
Can you show class 2 book and the ans