২০২৩ সালের সপ্তম শ্রেণির জীবন ও জীবিকা বিষয়ের ২য় অ্যাসাইনমেন্ট সংগৃহীত তথ্যের মাধ্যমে নিজ পরিবারের জন্য একটি পারিবারিক বাজেট প্রণয়ন। শিক্ষার্থীদের জন্য ৭ম শ্রেণির নতুন শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় কাজ একটি পারিবারিক বাজেট প্রণয়ন করে দিব। আশা করছি তোমরা এটি অনুসরণ করে কাজটি সুন্দরভাবে করতে পারবে।
গতপর্বে আমরা আলোচনা করেছি পেশাজীবীর সাথে মতবিনিময় সভা আয়োজন এবং প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত বিষয়ে নমুনা দিয়েছি। যারা দেখনি দ্রুত দেখে নিতে পারো।
এখানে আমরা কিভাবে অভিভাবকদের থেকে তথ্য সংগ্রহ করবে কিভাবে সেগুলো আলোকে বাজেট প্রণয়ন করতে হবে সেই বিষয়ে প্রয়োজনীয় ধাপগুলো অনুসরণ করে কাজটি সমাধান প্রক্রিয়া উল্লেখ করবো।
সপ্তম শ্রেণি জীবন ও জীবিকা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২য় অ্যাসাইনমেন্ট
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর দেওয়া ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ষান্মাসিক মূল্যায়ন নির্দেশনায় কিভাবে জীবন ও জীবিকা বিষয়ের অ্যাসাইনমেন্ট বা মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবে তার নিয়ম-কানুন উল্লেখ করা থাকে।
৭ম শ্রেণির মূল্যায়ন কার্যক্রমের ০৩ টি কাজ নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্যে ২য়টি সংগৃহীত তথ্যের মাধ্যমে নিজ পরিবারের জন্য একটি পারিবারিক বাজেট প্রণয়ন করা। এই কাজের ধাপগুলো দেওয়া-
প্রস্তুতিমূলক ক্লাস-১ (সংগৃহীত তথ্যের মাধ্যমে পারিবারিক বাজেট প্রণয়ন)
দুটো প্রস্তুতিমূলক ক্লাসে সংগৃহীত তথ্যের মাধ্যমে নিজ পরিবারের জন্য একটি পারিবারিক বাজেট প্রণয়ন করার কাজটি করতে হবে। প্রথম ক্লাসে সপ্তম শিক্ষার্থীরা যে কাজগুলো করবে সেটি হল-
১. শিক্ষকদের নির্দেশনার আলোকে পারিবারিক আয় ব্যয়ের খাতসমূহের একটি তালিকা প্রস্তুত করে নিবে।
২. তালিকার আলোকে বাড়ী থেকে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ পরিবারের বাজেট তৈরির তথ্য সংগ্রহ করবে।
প্রস্তুতি ক্লাস-২ (৭ম শ্রেণি জীবন ও জীবিকা পারিবারিক বাজেট তৈরি)
১. শিক্ষার্থীরা পূর্বের ক্লাসের নির্ধারিত তথ্যের ভিত্তিতে নিজ নিজ পারিবারিক বাজেট তৈরির জন্য তারা বাড়ি থেকে যেসব তথ্য নিয়ে এসেছে তার ভিত্তিতে আগামী মাসের জন্য তাদের প্রত্যেককে একটি পারিবারিক বাজেট তৈরি করবে।
২. শিক্ষার্থীদের জমা দেওয়া তথ্য রেজিষ্টার/শিটে লিপিবদ্ধ করে রাখতে হবে।
চূড়ান্ত মূল্যায়নের দিন: সংগৃহীত তথ্যের মাধ্যমে নিজ পরিবারের জন্য একটি পারিবারিক বাজেট প্রণয়ন করে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। কেউ না করলে চুড়ান্ত মূল্যায়নের জমা দেওয়ার নির্দেশ দিতে হবে।

একটি পারিবারিক বাজেট প্রণয়ন করতে তথ্য সংগ্রহ
জীবন ও জীবিকা বিষয়ের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) পরীক্ষায় বাজের প্রণয়ন সংক্রান্ত অ্যাসাইনমেন্ট সমাধান করতে প্রথমেই আমাদের পরিবারের সদস্যদের নিকট থেকে তথ্য সংগ্রহ করতে হবে। আমরা নিচের ছক অনুযায়ী একটি আয় ব্যয়ের তথ্য লিখবো।
পরিবারের আয়ের খাতসমূহ এবং আয়ের তথ্য
যে সকল উৎস থেকে একটি পরিবারে অর্থ আসে সেগুলোই সে পরিবারের আয়ের খাত বা আয়ের উৎস। সেটা হতে পারে পরিবারের প্রধানের চাকরির বেতন, কৃষিকাজ, সেবাঘাত বা যেকোন বিষয়। এই মুহূর্তে আমরা নিজের তালিকা অনুযায়ী পরিবারের আয়ের সম্ভাব্য খাত সমূহ এবং সম্ভাব্য অর্থের পরিমাণ উল্লেখ করে তথ্য সংগ্রহ করবো।
নিজের ছক অনুযায়ী খাতায় লিখে আনলেই হবে। কম্পিউটার বা কোথাও থেকে প্রিন্ট করতে গিয়ে অতিরিক্ত অর্থ খরচ করার কোন প্রয়োজন নেই।
আয়ের উৎস বা খাত | আয়ের পরিমাণ |
সবজি বিক্রয় | ৩০০০ |
ধান বিক্রয় | ৭০০০ |
মাছ বিক্রয় | ৫০০০ |
গরুর দুধ বিক্রয় | ২৫০০ |
হাঁস এবং মুরগির ডিম বিক্রয় | ৩০০০ |
মায়ের বানানো হাতের পণ্য বিক্রি | ২০০০ |
বড় ভাইয়ের দোকান থেকে আয় | ১০০০০ |
মেজ ভাইয়ের কাজের বেতন | ১৫০০০ |
বাবার চাকরির স্যালারি | ১৫০০০ |
দাদার পেনশন | ১০০০০ |
দাদির বয়স্ক ভাতা | ৩০০০ |
ছোট ভাই বিদেশ থেকে পাঠাবে | ২০০০০ |
সর্বমোট আয় | ৩২৫০০ |
এখানে আমরা একটি গ্রামীন পরিবার ছাড়া একই ধারে কৃষিকাজ এবং চাকরি এবং সেবামূলক কাজের মাধ্যমে উপার্জন করে থাকে তাদের গত মাসের আয়ের বিবরণী উল্লেখ করেছি।
তোমরা তোমাদের পরিবারের আয়ের উৎসগুলোকে প্রাধান্য দিয়ে সেগুলো লিখবে। সাধারণত একটি পরিবারের সর্বোচ্চ দুই থেকে তিনটি খাত থেকে উপার্জন হয়ে থাকে। এগুলো তোমাদের বোঝার সুবিধার্থে দেয়া হয়েছে।
আরও দেখুনঃ সপ্তম শ্রেণি ইসলাম শিক্ষা সামষ্টিক মূল্যায়ন ২০২৩ প্রশ্ন ও উত্তর
পরিবারের ব্যয়ের খাতসমূহ এবং ব্যয়ের পরিমাণ
এবার আমরা একটি পরিবারে মৌলিক যে ব্যয়গুলো হয় সেগুলোর তথ্য সংগ্রহ করে নিচের আকারে লিপিবদ্ধ করব।
প্রত্যেক পরিবারে ব্যয়ের পরিমাণ ভিন্ন হলেও ব্যায়ের খাত গুলো প্রায় একই রকম। তোমরা তোমাদের পরিবারের ব্যয়ের তথ্য সংগ্রহ করে নিজের ছক আকারে খাতায় লিখে বিদ্যালয় জমা দিবে।
ব্যয়ের খাত | ব্যয়ের পরিমাণ (টাকা) |
চাল ক্রয় | ২৫০০ |
শাক-সবজি | ৬০০০ |
মাছ | ২০০০ |
মাংস | ১৫০০ |
ডিম | ১০০০ |
দুধ | ১৫০০ |
মসলা সামগ্রী | ৫০০ |
বিস্কুট | ৫০০ |
চা পাতা | ২০০ |
অন্যান্য খাদ্যদ্রব্য | ১০০০ |
পরিবারের সকলের জন্য জামাকাপড় ক্রয় | ৫০০০ |
আব্বুর অফিস যাতায়াত ভাড়া | ২০০০ |
ছোট বোনের বিদ্যালয়ে যাতায়াত ভাড়া | ২০০০ |
অন্যান্য যাতায়াত ভাড়া | ১৫০০ |
দাদির ওষুধপত্র ক্রয় | ৩০০০ |
মায়ের ঔষধ | ২০০০ |
পরিবারের অন্যদের জন্য ঔষধ ও চিকিৎসা ব্যয় | ২০০০ |
ছোট বোনের জন্য খেলনা সামগ্রী | ৫০০ |
ক্রিকেট বল ও ফুটবল ক্রয় | ৫০০ |
ডিস টিভি বিল | ১৫০০ |
সবার মোবাইল রিচার্জ | ১৫০০ |
ছোট বোনের টিউশন ফি | ২০০০ |
শিক্ষা সামগ্রি | ১০০০ |
বাসা ভাড়া/ বাসস্থান মেরামত | ৮০০০ |
ইন্টারনেট বিল | ১২০০ |
পানির বিল | ১৫০০ |
গ্যাস বিল/সিলিন্ডার ক্রয় | ১৫০০ |
বিদ্যুৎ বিল | ১২০০ |
বিবিধ/আনুসাঙ্গিক ব্যয় | ২০০০ |
সর্বমোট ব্যয় | ৫৬,০০০/- |
উপরোক্ত ব্যয়ের হিসাবসমূহ একটু পরিবারে মাসিক আনুমানিক বা সাধারণত যে সকল ব্যয় হয়ে থাকে তার ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। তোমাদের পরিবারের যে সকল ব্যয়গুলো হয়েছে তার পরিমাণ শুধু উল্লেখ করে তালিকাটি করবে।
উপরোক্ত ব্যয়ের হিসাবসমূহ একটু পরিবারে মাসিক আনুমানিক বা সাধারণত যে সকল ব্যয় হয়ে থাকে তার ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। তোমাদের পরিবারের যে সকল ব্যয়গুলো হয়েছে তার পরিমাণ শুধু উল্লেখ করে তালিকাটি করবে।
ব্যয়ের নাম গুলো ভিন্ন ভিন্ন হলেও পারিবারিক খরচের যে খাতগুলো তার নির্ধারিত নাম রয়েছে। আমরা আমাদের পরিবারের ব্যয়ের খাত গুলোকে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে তারপর বাজেট প্রণয়ন করব।
নিচের ছবিটি দেখলে তোমরা পারিবারিক ব্যয়ের খাত গুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে।

সংগৃহীত তথ্যের মাধ্যমে নিজ পরিবারের জন্য একটি পারিবারিক বাজেট প্রণয়ন
এই পর্যায়ে আমরা পরিবার থেকে যে সকল আয় ব্যয়ের তথ্য পেয়েছি তার আলোকে আগামী মাসের জন্য একটি পারিবারিক বাজেট প্রণয়ন করব। নিচের ছকে তোমাদের জন্য একটি নমুনা বাজেট করে দেয়া হয়েছে এটি খাতায় লিখে জমা দিলেই তোমাদের কাজটি হয়ে যাবে।
এক্ষেত্রে অবশ্যই তোমার পরিবারের অবস্থা বিবেচনা করে বাজেট প্রণয়ন করবে। না হলে সেটি অসামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে।
একটি নমুনা পারিবারিক বাজেট
আয়ের উৎস | আয়ের পরিমাণ (টাকা) | ব্যয়ের খাত | ব্যয়ের পরিমাণ (টাকা) |
---|---|---|---|
ধান বিক্রয় | ৫০০০ | বিদ্যুৎ বিল পরিশোধ | ১২০০ |
বড় ভাইয়ের বেতন | ১৫০০০ | পানির বিল পরিশোধ | ১৫০০ |
বাবার বেতন | ১৫০০০ | গ্যাস সিলিন্ডার বিল | ১৫০০ |
গুরুর দুধ বিক্রয় | ৪০০০ | পোশাক পরিচ্ছদ | ৩৫০০ |
পরিবহন ব্যয় | ৩০০০ | ||
চিকিৎসা বাবদ ব্যয় | ২৫০০ | ||
বিনোদন ও খেলা | ৩০০০ | ||
খাদ্য | ৯০০০ | ||
শিক্ষা | ৩৫০০ | ||
বাসস্থান (বাসা ভাড়া) | ৫০০০ | ||
মোট আয় = | ৩৪,৫০০/- | মোট সম্ভব্য ব্যয় | ৩৩,৭০০ |

প্রিয় বন্ধুরা এই ছিল তোমাদের জন্য সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা অর্ধ বার্ষিক পরীক্ষায় নির্ধারিত অ্যাসাইনমেন্ট সংগ্রহীত তথ্যের মাধ্যমে নিজ পরিবারের জন্য একটি বাজেট প্রণয়ন সংক্রান্ত অ্যাসাইনমেন্টের সমাধান।
তোমরা তোমাদের পরিবারের তথ্যের ভিত্তিতে উপরের নির্দেশনা গুলো অনুসরণ করে একটি পারিবারিক বাজেট প্রণয়ন করে শিক্ষকের নিকট জমা দিবে।
নিচের ভিডিওতে তোমরা এই বিষয়ে আরও ধারনা পাবে
বাজেট প্রণয়নের ক্ষেত্রে আমরা যে কলাম এবং রো গুলো ব্যবহার করেছি ঠিক সেভাবেই তোমরা খাতায় লিখে দিবে। কম্পিউটার থেকে কোন প্রিন্ট করার প্রয়োজন নেই তোমরা খাতায় লিখে জমা দিলে আর্থিক সাশ্রয় হবে এবং অতিরিক্ত ব্যয় হবে না।
পরবর্তী: নিজ পরিবারে আর্থিক সহযোগিতার জন্য পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন
এছাড়াও সকল বিষয়ের নমুনা উত্তর সমূহ পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করে নাও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন। তোমার বন্ধুকে বিষয়টি জানানোর জন্য আমাদের ওয়েবসাইটটি তার খাতায় নোট করে দিতে পারো।
2 Comments
Pingback: সপ্তম শ্রেণি জীবন ও জীবিকা ষাণ্মাসিক মূল্যায়ন প্রশ্ন ও নমুনা উত্তর - অধ্যয়ন
Pingback: মহান আল্লাহর পরিচয় ও প্রশংসামূলক (তাওহিদ, রিসালাত ও আখিরাত) সংশ্লিষ্ট বিভিন্ন ইসলামি সঙ্গীত - অধ