প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আজ মহান আল্লাহর পরিচয় ও প্রশংসামূলক (তাওহিদ, রিসালাত ও আখিরাত) সংশ্লিষ্ট বিভিন্ন ইসলামি সঙ্গীত নিয়ে হাজির হলাম। এই আয়োজনে তোমরা জানতে পারবে ইসলামি আকিদাহ গঠন করার জন্য বাংলা ভাষায় যেসকল ইসলামি সঙ্গীত আছে সেগুলো সম্পর্কে।
এখানে আমরা মহান আল্লাহর পরিচয় ও প্রশংসামূলক (বিশেষত তাওহিদ, রিসালাত ও আখিরাত সংশ্লিষ্ট) বিভিন্ন ইসলামি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ইসলামি আকিদাহ গঠন করার বিষয়টি জানবো। আশা করছি এটি ভালোভাবে অনুসরণ করে তুমি সপ্তম শ্রেণি ইসলাম শিক্ষা সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট সমাধান করতে পারবে।
গতপর্বে আমরা জেনেছিলাম সংগৃহীত তথ্যের মাধ্যমে নিজ পরিবারের জন্য একটি পারিবারিক বাজেট প্রণয়ন এবং পেশাজীবীর সাথে মতবিনিময় সভা আয়োজন এবং প্রতিবেদন প্রস্তুত কিভাবে করতে হবে তা নিয়ে।
মহান আল্লাহর পরিচয় ও প্রশংসামূলক ইসলামি গান
বাংলা ভাষায় বিভিন্ন খ্যাতনামা শিল্পী মহান আল্লাহর পরিচয় বহন করে এবং আল্লাহর প্রশংসামূলক অনেক ইসলামি সঙ্গীর রচনা করেছেন। এই সঙ্গীতগুলো মানুষের মধ্যে তাওহীদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে ধারণা প্রদান করে।
নিজেদের আকিদা গঠন করতে অনেক বড় ভূমিকা রাখে এগুলো। এখানে আমরা মহান আল্লাহর পরিচয় ও প্রশংসামূলক কয়েকটি ইসলাম গান এর সম্পর্কে জানবো যা তোমাদের সপ্তম শ্রেণির ইসলাম শিক্ষা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ক অ্যাসাইনমেন্ট সমাধান করতে সহযোগিতা করবে।
ইসলামি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ইসলামি আকিদা গঠন
গান বা সঙ্গীত মানুষের মাঝে বিনোদন এর খোরাক যোগায়। ইসলামী ধর্মের মানুষদের জন্য বিভিন্ন লেখক আল্লাহর পরিচয়, তাওহীদ, রিসালাত এবং আখিরাত সম্পর্কে বিভিন্ন সঙ্গীত রচনা করেছেন।
এইসব ইসলামি সঙ্গীত একাধারে মন ছুঁয়ে যায় এবং মানুষের মাঝে মহান আল্লাহর পরিচয় ও প্রশংসামূলক (বিশেষত তাওহিদ, রিসালাত ও আখিরাত সংশ্লিষ্ট) বিভিন্ন ইসলামি সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ইসলামি আকিদাহ গঠন করতে সহযোগিতা করে।
মহান আল্লাহর পরিচয় ও প্রশংসামূলক কয়েকটি ইসলামি সঙ্গীত
এই পর্যায়ে আমরা মহান আল্লাহর পরিচয় ও প্রশংসামূলক কয়েকটি ইসলামি সঙ্গীত সম্পর্কে জানবো যেগুলো মানুষকে তাওহিদ, রিসালাত ও আখিরাত সম্পর্কে ধারণা প্রদান করে এবং ইসলামি আকিদায় জীবন গঠণে সহযোগিতা করে।
এখানে গানগুলোর লিরিক্স এবং ইউটিউব লিংক দিব যাতে তোমরা সহজে সেগুলো দেখতে পড়তে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক।
হে খোদা দয়াময় রহমান রহিম – লিরিক্স
গোলাম মোস্তফা
হে খোদা দয়াময় রহমান রহিম
হে খোদা দয়াময় রহমান রহিম
হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম।।
নিখিল ধরণীর তুমি অধিপতি
তুমি নিত্য ও সত্য পবিত্র অতি
চির অন্ধকারের তুমি ধ্রুব- জ্যোতি
তুমি সুন্দর মঙ্গল মহামহিম।।
তুমি মুক্ত স্বাধীন বাধা- বন্ধনহীন
তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন
তুমি সৃজন- পালন- ধ্বংসকারী
তুমি অব্যয় অক্ষয় অন্ত- আদিম।।
আমি গুনাহগার পথ অন্ধকার
জ্বালো নুরের আলো নয়নে আমার
আমি চাইনা বিচার হাশরের দিন
চাই করুনা তোমারি ওগো হাকিম।।
মহান আল্লাহর পরিচয় ও প্রশংসামূলক (তাওহিদ, রিসালাত ও আখিরাত) সংশ্লিষ্ট বিভিন্ন ইসলামি সঙ্গীত
হে খোদা দয়াময় রহমান রহিম – ভিডিও

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু – লিরিক্স
গীতিকার ও সুরকার: সিরাজুল ইসলাম
আল্লাহু আল্লাহু
তুমি জাল্লে জালালু
শেষ করাতো যায় না গেয়ে
তোমার গুনগান। (২)
তুমি কাদের গাফ্ফার
তুমি জলিল জাব্বার
অনন্ত অসীম তুমি
রহিম রহমান।
তুমি মাটির আদমকে
প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিলে
শ্রেষ্ঠ বলিয়া।
তাই নূরের ফেরেস্তা
করে আদমকে সেজদা। (২)
তুমি সবার চেয়ে দিলে
মাটির মানুষকে সন্মান।।
শিশু মুসা নবীরে
যখন দুশমনেরি ঢড়ে
সিন্দুকে ভরিয়া দিলে
ভাসাইয়া সাগরে।
প্রাণে ছিল তাহার ভয়
সেথা পেল সে আশ্রয়।
সেই দুষমনেরি ঘরে
তাহার বাচাইলে প্রাণ।
যখন ইউনুছ নবীরে খাইল মাছেতে গিলিয়া
ফেরেশতা পাঠাইলে তুমি এছমে আজম দিয়া।।
দমে দমেতে হরদম সে পড়েছে এ ইসমে আজম।।
সেই মাছের উদর হতে সে যে পেলো পরিত্রান
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তমার গুনগান
তুমি কাদের গফফার
তুমি জলিল জব্বার
অনন্ত অসীম তুমি রহিম রহমান।।
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায়না গেয়ে তমার গুনগান।।
আল্লাহু আল্লাহু।
মহান আল্লাহর পরিচয় ও প্রশংসামূলক (তাওহিদ, রিসালাত ও আখিরাত) সংশ্লিষ্ট বিভিন্ন ইসলামি সঙ্গীত
আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু – ভিডিও
রাসুল নামে কে এলো এ মদিনায় – লিরিক্স
কথা ও সুর : পল্লীকবি জসীমউদ্দীন
রসূল নামে কে এলো মদিনায়!
রাসুল নামে।
ওরে আকাশের চন্দ্র কেড়ে
ও কে আনল দুনিয়ায়।।
গলেতে তসবীর মালা
কে চলে ওই কমলিওয়ালা রে
-ওরে আমার বুকের দরজা খোলা
তাঁরে ডেকে নিয়ে আয়।।
দেখি নাই শুনি নাই কথা
মাইনষে নাশে মাইনষের ব্যথা রে
-ওরে এমনও দরদীর কথা
শুনলে পরাণও জুড়ায়।।
রাসুল নামে কে এলো এ মদিনায় – ভিডিও
মহান আল্লাহর পরিচয় ও প্রশংসামূলক (তাওহিদ, রিসালাত ও আখিরাত) সংশ্লিষ্ট বিভিন্ন ইসলামি সঙ্গীত
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায় – লিরিক্স
কাজী নজরুল ইসলাম
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।
ধুলির ধরা বেহেশ্ত আজ
জয় করিল, দিল রে লাজ,
আজকে খুশীর ঢল নেমেছে ধূসর সাহারায়।।
দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে,
কচি মুখের শাহাদাতের বানী সে শোনায়।।
আজকে যত পাপী তাপি
সব গুনাহের পেল মাফি
দুনিয়া হতে বে-ইনসাফী জুলুম নিল বিদায়।।
নিখিল দরুদ পড়ে ল’ইয়ে ও নাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম
জীন পরী ফেরেশ্তা ছালাম জানায় নবীর পায়।।
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায় – ভিডিও
মহান আল্লাহর পরিচয় ও প্রশংসামূলক (তাওহিদ, রিসালাত ও আখিরাত) সংশ্লিষ্ট বিভিন্ন ইসলামি সঙ্গীত
কাজী নজরুল ইসলাম রচিত ইসলামি সঙ্গীত সমূহের তালিকা (লিরিক্স ও ভিডিওসহ)
নিচের তালিকায় তোমাদের জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ইসলামি গান, হামদ ও নাত সমূহের তালিকা লিরিক্সসহ প্রকাশ করা হলো।
আমাদের প্রিয় কবি, বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় মহান আল্লাহর পরিচয় ও প্রশংসামূলক (তাওহিদ, রিসালাত ও আখিরাত) সংশ্লিষ্ট বিভিন্ন ইসলামি সঙ্গীত রচনা করেছেন।
মহান আল্লাহর পরিচয় ও প্রশংসামূলক (তাওহিদ, রিসালাত ও আখিরাত) সংশ্লিষ্ট বিভিন্ন ইসলামি সঙ্গীত
মহান আল্লাহর পরিচয় ও প্রশংসামূলক (তাওহিদ, রিসালাত ও আখিরাত) সংশ্লিষ্ট বিভিন্ন ইসলামি সঙ্গীত
পরবর্তী: সঠিকভাবে সাওম পালন ও যাকাত আদায়ের শিক্ষা কিভাবে মানুষে মানুষে ভেদাভেদ দূর করতে পারে তার উপর নাটিকা প্রস্তুত ও উপস্থাপন
এছাড়াও সকল বিষয়ের নমুনা উত্তর সমূহ পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করে নাও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন। তোমার বন্ধুকে বিষয়টি জানানোর জন্য আমাদের ওয়েবসাইটটি তার খাতায় নোট করে দিতে পারো।
2 Comments
Pingback: সপ্তম শ্রেণি ইসলাম শিক্ষা সামষ্টিক মূল্যায়ন ২০২৩ প্রশ্ন ও উত্তর - অধ্যয়ন
Pingback: সঠিকভাবে সাওম পালন ও যাকাত আদায়ের শিক্ষা নিয়ে নাটিকা প্রস্তুত ও উপস্থাপন - অধ্যয়ন