ষষ্ঠ শ্রেণির ভাষা ও সাহিত্য উৎসব এর দ্বিতীয় কাজটি হল বয়স ও সম্পর্কের বৈচিত্রতা বিবেচনায় মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় সমূহ তালিকা প্রস্তুত করে শিক্ষকের নিকট জমা দিতে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রধানকৃত সাম্মাসিক মূল্যায়নের নির্দেশিকা বাংলা বিষয়ের আলোকে শিক্ষকগণ একটি নমুনা শ্রেণিকক্ষে উপস্থাপন করবেন।
শিক্ষার্থীরা সেই নমুনা অনুসরণ করে তাদের খাতায় পরিবারের দুজন সদস্যের সাথে আলোচনা করে সম্পর্ক ও বয়সের বৈচিত্রতা বিবেচনায় মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো তালিকা প্রস্তুত করে যাদের সাথে আলোচনা করা হয়েছে তাদের স্বাক্ষর গ্রহণ করে উৎসবের দিন জমা দিবে। গত পর্বে আমরা প্রমিত ভাষার ব্যবহার – শব্দের অপ্রমিত/আঞ্চলিক উচ্চারণ এবং প্রমিত উচ্চারণ নিয়ে জেনেছিলাম। যারা দেখ নাই এখনি দেখে নিতে পারো।
যোগাযোগ করা
শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণির প্রথম অর্ধ বার্ষিক পরীক্ষা ২০২৩ বা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন বাংলা বিষয়ের ভাষা ও সাহিত্য উৎসব ২ নং দলগত কাজ যোগাযোগ করা অংশের কাজগুলোর নমুনা প্রস্তুত করে দেয়া হলো।
আশা করছি তোমরা নিচের তালিকা গুলো অনুসরণ করে মর্যাদা বজায় রেখে বয়সও সম্পর্কের বৈচিত্রতার আলোকে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে।
বয়স ও সম্পর্কের বৈচিত্র্যতা বিবেচনায় মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য
ক্রম | আইডিয়া |
১ | বয়সে বড় কারো সাথে কথা বলার ক্ষেত্রে অবশ্যই আপনি বলে সম্বোধন করতে হবে। |
২ | বয়সে বড়দের সাথে কখনোই অতিরিক্ত উঁচু গলায় কথা বলা যাবে না। |
৩ | অপরিচিত কারও সাথে, বয়সে বড়োদের সাথে, মা-বাবা অথবা শিক্ষকের সাথে কথা বলার সময় আপনি, আপনার, আপনাকে, আপনারা, আপনাদের বলে সম্মোধন করতে হবে। |
৪ | কারো সাথে কথা বলার সময় অবশ্যই তার চোখের দিকে তাকিয়ে কথা বলা। |
৫ | যার সাথে কথা বলা হচ্ছে তার শারীরিক এবং মানসিক অবস্থা বিবেচনা করে কথা বলতে হবে। |
৬ | কাউকে অযাচিত অথবা ব্যক্তিগত কোন প্রশ্ন করা থেকে বিরত থাকতে হবে। |
৭ | যেকোনো বয়সের লোকদের সাথে কথা বলার সময় অবশ্যই শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকতে হবে যেন তা অসম্মান না বোঝায়। |
৮ | যেকোনো বয়সের লোকদের সাথে কথা বলার শুরুতে ধর্মীয় রীতি অনুযায়ী সালাম দিয়ে শুরু করতে হবে। |
৯ | ব্যক্তি পছন্দ করছে না এমন কোন শব্দ বাক্য প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। |
১০ | বয়সে ছোট কিন্তু সম্পর্কের গভীরতা কম এরকম ব্যক্তির সাথে কথা বলার সময় কোনভাবেই তুই বলে সম্বোধন করা যাবে না। |
১১ | সম্পর্কের গভীরতা না থাকলে বয়সে বড় কাউকে তুমি বলে সম্বোধন করা যাবে না। |
১২ | সমবয়সী কারো সাথে কথা বলার সময় সম্পর্কের গভীরতার ভিত্তিতে কথা বলতে হবে। |
১৩ | স্থান কাল পাত্র পেতে সহপাঠীদের সাথে কথা বলতে হবে। |
১৪ | মা, বাবা, ভাই, বোন, বন্ধু, সমবয়সী দের সাথে কথা বলার সময় তুমি, তোমরা, তোমাকে, তোমাদের ইত্যাদি শব্দ প্রয়োগ করা যেতে পারে। |
১৫ | সম্মানিত ব্যক্তিদের সম্বোধন করার সময় অবশ্যই তিনি, তাঁর, তাঁকে, তাঁরা, তাঁদের শব্দ প্রয়োগের মাধ্যমে সম্বোধন করতে হবে। |
১৬ | একই বন্ধুর সাথে ভিন্ন ভিন্ন স্থানে এবং ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে পরিস্থিতি বিবেচনায় কথা বলতে হবে বা সম্বোধন করতে হবে। |
১৭ | ব্যক্তির বয়স এবং তার সাথে সম্পর্কের ভিত্তিতে আচরণের ভিন্নতা প্রদর্শন করতে হবে। |
১৮ | কথা বলার সময় নির্দেশ না দিয়ে নম্রভাবে শব্দ প্রয়োগ করতে হবে। |
১৯ | যতটা সম্ভব গলার স্বর ও চাহনি নম্র রাখার চেষ্টা করতে হবে। |
২০ | ব্যক্তির সাথে কথা বলার সময় নম্র অঙ্গভঙ্গি প্রদর্শন করতে হবে। |
উপরে উত্তর সম্পর্কের বিবেচনায় যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় সমূহের আইডিয়া থেকে তুমি যেকোনো পাঁচ ছয়টি আইডিয়া পছন্দ করে একটি নোটপ্যাডে নোট করে প্রদত্ত নমুনা ফরমেট অনুযায়ী তোমার শিক্ষকের কাছে জমা দিবে।
যেহেতু এখানে কারো সাথে আলোচনা করার মাধ্যমে আইডিয়াগুলো সংগ্রহ করতে বলা হয়েছিল সেহেতু তোমরা পরিবারের তিনজন সদস্যের নাম লিখে তাদের স্বাক্ষর গ্রহণ করে নিয়ে। সম্ভব হলে পরিবারের বড়দের কাছ থেকে আলোচনা করে তোমাদের নিজেদের মতো করে আইডিয়া জেনারেট করতে পারো।
যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য আইডিয়া জমাদান ফরমেট
ভাষা ও সাহিত্য উৎসবে ষষ্ঠ শ্রেণীর বাংলা অর্ধ বার্ষিক পরীক্ষার মূল্যায়নের দ্বিতীয় পারদর্শিতার সূচকে শিক্ষার্থীরা যে সকল আইডিয়া জমা দিবে তাদের নমুনা ফর্মে নিচে দেওয়া হলো।

আমাদের পরবর্তী আলোচনা ভাষা ও সাহিত্য উৎসব ষষ্ঠ শ্রেণি বাংলা অর্ধ বার্ষিক পরীক্ষার আরো কয়েকটি কাজ নিয়ে। নিজের তালিকা থেকে তোমার পছন্দের কাজটি বেছে নিয়ে উত্তর দেখে নিতে পারেন।
এছাড়াও সকল বিষয়ের নমুনা উত্তর সমূহ পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করে নাও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন। তোমার বন্ধুকে বিষয়টি জানানোর জন্য আমাদের ওয়েবসাইটটি তার খাতায় নোট করে দিতে পারো।
৬ষ্ঠ শ্রেণি বাংলা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট সমাধান
প্রিয় পাঠক ২০২৩ সালের নতুনভাবে শুরু হওয়া নতুন কারিকুলাম এর আলোকে ষষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ের প্রথম অর্ধ বার্ষিক পরীক্ষার ভাষা ও সাহিত্য উৎসবের সকলে সমাধান নিচে দেখুন।
আপনার কাঙ্খিত কাজের শিরোনামের উপর ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবেন। অথবা আমাদের ওয়েবসাইটের হোমপেজে গিয়ে শিখন সহায়তা নামক সেকশনে সকল শ্রেণীর সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর সমূহ দেখতে।
8 Comments
Pingback: ৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর - অধ্যয়ন
Pingback: বিদ্যালয়কে আরো সুন্দর করার জন্য যা যা করা যেতে পারে - অধ্যয়ন
Pingback: অন্যদের প্রিয় বই সম্পর্কে জানতে চাওয়ার উদ্দেশ্যে যে সকল প্রশ্ন করা যায় - অধ্যয়ন
Pingback: প্রমিত ভাষার ব্যবহার - শব্দের অপ্রমিত/আঞ্চলিক উচ্চারণ এবং প্রমিত উচ্চারণ - অধ্যয়ন
Pingback: অবসর সময়ে যা করি - অন্যদের পছন্দ জানতে চাওয়ার উদ্দেশ্যে যেসকল প্রশ্ন - অধ্যয়ন
Pingback: বড়দিঘী সম্পর্কে ৪০০ শব্দের কথোপকথন (Dialogue) নমুনা - অধ্যয়ন
Thann you so much for the answers, From City Government Girls’ High School Student class 6
You are most welcome! Stay with us. We working to provide best educational content based new education method!