দেশের সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের জন্য প্রাথমিক বিদ্যালয় ছুটির তালিকা ২০২৩ প্রকাশিত হয়েছে। ২০২৩ শিক্ষাবর্ষে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ এবং শিক্ষার্থীদের জন্য এই ছুটির তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ২০২৩ সালের প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা বিশেষ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে।
পাঠকদের জন্য আমাদের প্রাথমিক শিক্ষা ক্যাটাগরির নিয়মিত আয়োজন এর অংশ হিসেবে ২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের জন্য ছুটির তালিকা প্রকাশিত হলো।
প্রাথমিক বিদ্যালয় ছুটির তালিকা
সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ প্রতিবছর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত গেজেটেড ছুটির তালিকা অনুসরণ করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করে থাকে।
কর্তৃপক্ষের প্রকাশিত প্রাথমিক বিদ্যালয় ছুটির তালিকা কোন কোন দিনটি উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়সমূহ বন্ধ থাকবে এবং কখন কখন খোলা থাকবে সেই বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেয়া থাকে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা বাহিরে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দেওয়ার কোন ক্ষমতা নেই এবং এটা আইনত দণ্ডনীয় হিসেবে গণ্য হয়।
প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা
কর্তৃপক্ষের প্রকাশিত প্রাথমিক বিদ্যালয় ছুটির তালিকা স্থান পায় বিভিন্ন জাতীয় দিবস সমূহ, ধর্মীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ। জাতীয় দিবসসমূহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের বিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও নির্ধারিত কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিভাবকগণ শিক্ষার্থীদের বিদ্যালয় ছুটির তালিকা অনুসরণ করে তাদের আনন্দ বিনোদনের দিবসগুলো ধার্য করেন এবং অবকাশ যাপনের জন্য পরিকল্পনা প্রণয়ন করেন।
নিচের ছবিতে ২০২৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের ছুটির তালিকা দেখে নিন।

প্রাথমিক বিদ্যালয় ছুটির তালিকা ২০২৩
প্রতিবছরের মতো এবারেও প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী ২০২৩ সালে প্রাথমিক বিদ্যালয় সমূহের জন্য নির্ধারিত ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে।
অধ্যায়ন ডটকমের পাঠকদের জন্য প্রাথমিক বিদ্যালয় ছুটির তালিকা পাওয়ার সাথে সাথেই এখানে প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকটি দিবসের বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিচের টেবিলে এই বছরের একটি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা দেখুন এবং ২০২৩ সালের ছুটির তালিকা বিষয়ে কিছুটা ধারণা লাভ করুন-
সরকারী/বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ছুটির তালিকা ২০২৩ খ্রিস্টব্দ (১৪২৯-১৪৩০ বঙ্গাব্দ)
ক্র: নং | পর্বের নাম | তারিখ | বার | দিনের সংখ্যা |
১ | শ্রীশ্রী সরস্বতী পূজা | ২৬ জানুয়ারী ২০২৩ | বৃহস্পতিবার | ০১ |
২ | * মাঘী পূর্ণিমা | ০৫ ফেব্রুয়ারী ২০২৩ | রবিবার | ০১ |
৩ | * শ্রী শ্রী শিবরাত্রি ব্রত | ১৮ ফেব্রুয়ারী ২০২৩ | শনিবার | ০০ |
৪ | * শব-ই-মিরাজ | ১৯ ফেব্রুয়ারী ২০২৩ | রবিবার | ০১ |
৫ | ** শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস | ২১ ফেব্রুয়ারী ২০২৩ | মঙ্গলবার | ০১ |
৬ | শুভ দোলযাত্রা | ০৭ মার্চ ২০২৩ | মঙ্গলবার | ০১ |
৭ | * শব-ই-বরাত | ০৮ মার্চ ২০২৩ | বুধবার | ০১ |
৮ | ** জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস | ১৭ মার্চ ২০২৩ | শুক্রবার | ০০ |
৯ | শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব | ১৯ মার্চ ২০২৩ | রবিবার | ০১ |
১০ | ** স্বাধীনতা ও জাতীয় দিবস | ২৬ মার্চ ২০২৩ | রবিবার | ০১ |
১১ | * পবিত্র রমজান, ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ, শব-ই-কদর, জুমাতুল বিদা, * ঈদ-উল-ফিতর | ৭ এপ্রিল – ২৬ এপ্রিল ২০২৩ | শুক্রবার- বুধবার | ১৪ |
১২ | * মে দিবস | ০১ মে ২০২৩ | সোমবার | ০১ |
১৩ | বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) | ০৪ মে ২০২৩ | বৃহস্পতিবার | ০১ |
১৪ | গ্রীষ্মকালীন অবকাশ, * পবিত্র ঈদ-উল-আযহা | ২১ জুন – ০৬ জুলাই ২০২৩ | বুধ-বৃহস্পতিবার | ১২ |
১৫ | * হিজরি নববর্ষ | ২০ জুলাই ২০২৩ | বৃহস্পতিবার | ০১ |
১৬ | * পবিত্র আশুরা (মহররম) | ২৯ জুলাই ২০২৩ | শনিবার | ০০ |
১৭ | * আষাঢ়ী পূর্ণিমা | ০১ আগষ্ট ২০২৩ | মঙ্গলবার | ০১ |
১৮ | ** জাতীয় শোক দিবস | ১৫ আগষ্ট ২০২৩ | মঙ্গলবার | ০১ |
১৯ | শুভ জন্মাষ্টমী | ০৬ সেপ্টেম্বর ২০২৩ | বুধবার | ০১ |
২০ | * আখেরী চাহার সোম্বা | ১৩ সেপ্টেম্বর ২০২৩ | বুধবার | ০১ |
২১ | * ঈদ-ই-মিলাদুন্নবী (সা:), মধু পূণিমা (ভাদ্র পূর্ণিমা) | ২৮ সেপ্টেম্বর ২০২৩ | বৃহস্পতিবার | ০১ |
২২ | শুভ মহালয়া | ১৪ অক্টোবার ২০২৩ | শনিবার | ০০ |
২৩ | শ্রীশ্রী দুর্গাপূজা (বিজয়া দশমী), (অষ্টম ও নবমী), ফাতেমা-ই-ইয়াজদাহম, শ্রীশ্রী লক্ষী পূজা, প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) | ২০-২৮ অক্টোবার ২০২৩ | শুক্রবার- শনিবার | ০৯ |
২৪ | শ্রীশ্রী শ্যামা পূজা | ১২ নভেম্বর ২০২৩ | রবিবার | ০১ |
২৫ | ** বিজয় দিবস | ১৬ ডিসেম্বর ২০২৩ | শনিবার | ০০ |
২৬ | যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন অবকাশ | ২১-২৬ ডিসেম্বর ২০২৩ | বৃহস্পতিবার- মঙ্গলবার | ০৩ |
২৭ | প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি | ০৩ | ||
সর্বমোট ছুটি= | ৫৪ |
এ ছুটির হিসাব শুক্রবার ও শনিবার ব্যতীত
বিশেষ দ্রষ্টব্য
- * চাঁদ দেখার উপর নির্ভরশীল।
- ** জাতীয় দিবস সমূহ যথাযথ মর্যাদায় বিদ্যালয় পর্যায়ে পালন করতে হব।
- প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থনা/উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে ভোগ করতে হবে।
প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ পিডিএফ
আপনি যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ সালের ছুটির তালিকা পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে এই পোস্টটি বুকমার্ক করে রাখুন। তালিকা পাওয়ার সাথে সাথেই অথবা ডটকমের পাঠকদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা পিডিএফ আকারে দেয়া হবে।
নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে মুহূর্তের মধ্যেই সে টি ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।
প্রাথমিক বিদ্যালয় ছুটির তালিকা ২০২৩: এই তথ্যটি কোনো প্রকার ব্যবসায়িক উদ্দেশ্যে নয় বরং জনগণের কল্যাণে বহুল প্রচারের লক্ষ্যে অধ্যয়ন ডট কম এর পাঠকদের সুবিদার্থে প্রকাশ করা হয়েছে। এটি সরাসরি বাংলাদেশ নির্বাচন কমিশন এর সূত্র থেকে সংগৃহিত। এতে কারও কোনো আপত্তি থাকলে রিমুভ করার অনুরোধ করতে পারেন: OdhayonOnline@gmail.com অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।
অধ্যয়ন ডট কম এর সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন শিক্ষা সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের দৈনিক শিক্ষা ক্যাটাগরি দেখুন।
1 Comment
Pingback: ডিজিটাল নিরাপত্তা সচেতনতার ধারণা ও প্রয়োজনীয়তা - অধ্যয়ন