ষষ্ঠ শ্রেণি ২০২৩ সালের প্রথম ভাষা ও সাহিত্য উৎসব এর ১ম কাজটি হলো প্রমিত ভাষার ব্যবহার – শব্দের অপ্রমিত/আঞ্চলিক উচ্চারণ এবং প্রমিত উচ্চারণ একটি কাগজে লিখে সেটা শিক্ষকের নিকট জমা দিতে হবে। তোমাদের জন্য এই কাজটির একটি নমুনা করে দেওয়া হলো।
৬ষ্ঠ শ্রেণি প্রথম ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৩ এর বাংলা বিষয়ের ভাষা ও সাহিত্য উৎসব অর্থ্যাৎ পরীক্ষার দিনে বাড়ী থেকে করে আনা ছাড়াও শিক্ষার্থীদের তাৎক্ষনিক ২ থেকে ৩ মিনিট এর প্রমিত ভাষার ব্যবহার নিয়ে কাজ আছে। যা প্রত্যেক শিক্ষার্থী আলাদা আলাদা ভাবে করতে হবে।
প্রমিত ভাষার ব্যবহার
৬ষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ের প্রথম ভাষা ও সাহিত্য উৎসব ১নং কাজ হলো শিক্ষার্থীরা তাদের বাড়ীতে যেসকল অপ্রমিত আঞ্চলিক শব্দ ব্যবহার করে এমন ১০টি শব্দ একটি কাগজে লিখে তা পরীক্ষার দিন শিক্ষকের নিকট জমা দিবে।
শিক্ষার্থীদের জন্য একটি নমুনা করে দেওয়া হল। এটি মূলত নোয়াখালীর আঞ্চলিক ভাষাকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে। তোমরা নিজের অঞ্চলের ভাষায় শব্দগুলো ব্যবহার করবে।
নিজের বাড়ীতে ব্যবহার হয় এমন ১০টি অপ্রমিত বা আঞ্চলিক শব্দের প্রমিত রূপ
প্রমিত ভাষার ব্যবহার অংশে নিজের বাড়ীতে ব্যবহৃত ১০টি অপ্রমিত বা আঞ্চলিক শব্দ দেওয়া হলো। তোমরা চাইলে হুবহু নিচের ফরম্যাট ব্যবহার করে বিদ্যালয়ে শিক্ষকের নিকট জমা দিতে পারবে।
নমুনা কাজ: বাড়িতে অপ্রমিত / আঞ্চলিক উচ্চারণ হয় এমন শব্দের প্রমিত উচ্চারণ
আমরা এখানে নোয়াখালীর ভাষায় বাড়িতে ব্যবহার এমন কয়েকটি শব্দের অপ্রমিত বা আঞ্চলিক রূপ এবং প্রমিত উচ্চারণ দিলাম। তোমরা অবশ্যই নিজের এলাকার ভাষায় শব্দগুলো ব্যবহার করবে। ১৫ টি শব্দ অতিরিক্ত শব্দ দেওয়া হল।
ক্রম | মূল শব্দ | অপ্রমিত বা আঞ্চলিক উচ্চারণ | প্রমিত উচ্চারণ |
---|---|---|---|
১ | করছি | কইচ্ছি | কোরসি |
২ | ঘুম | গুম | ঘুম্ |
৩ | টাকা | ট্যায়া | টাকা |
৪ | পড়ছি | হরিয়ের | পড়ছি |
৫ | তুমি | তুঁই | তুমি |
৬ | হাতপাখা | বিছইন | হাতপাখা |
৭ | সেখানে | হেমুই | শেখানে |
৮ | শ্বশুর | হোর | শোশুর |
৯ | মেয়ে | মাইয়্যা | মেয়ে |
১০ | আমি | আঁই | আমি |
১১ | কথা | কতা | কথা |
১২ | ফকির | হইর | ফোকির |
১৩ | শেয়াল | হিয়াল | শেআল |
১৪ | সোনা | হোনা | শোনা |
১৫ | পানি | হানি | পানি |
১৬ | পিপীলিকা | হিম্বা | পিপিলিকা |
১৭ | পেছনে | হিছে | পেছোনে |
১৮ | ফাল্গুন | হাগুন | ফালগুন |
১৯ | ছেলে | হোলা | ছেলে |
২০ | শ্বাশুরবাড়ি | হোরবাই | শোশুরবাড়ি |
২১ | পাখি | হইক | পাখি |
২২ | সত্য | হাছা | শোততো |
২৩ | ভয় | ডর | ভয় |
২৪ | দেখা | রেনা | দ্যা্খা |
২৫ | তরকারি | ছালন | তরকারি |
উপরোক্ত শব্দগুলো তুমি তোমার বাসায় বা আশপাশের কয়েকজনের সাথে আলোচনা করা লিখবে। সেটা প্রমাণ স্বরুপ তোমাকে আলোচকদের স্বাক্ষরসহ জমা দিতে হবে। নিচের নমুনাটি অনুসরণ করো।

শিক্ষার্থীরা খাতায় কাজটি করতে পারে অথবা এটি সহজ করার জন্য একটি নমুনা ফরম্যাট তৈরি করে দিয়েছি। নিচের বাটনে ক্লিক করে এটির পিডিএফ বা ওয়ার্ড ভার্সন পাওয়া যাবে।
পাঠ্য বইয়ের বাহিরে কবিতা নির্বাচন
ভাষা ও সাহিত্য উৎসব এর প্রথম কাজ প্রমিত ভাষার ব্যবহার অংশে এবার শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বাহিরে থেকে যেকোন একটি কবিতা নির্বাচন করবে এবং উৎসবের দিন সেটি পাঠ করবে।
তোমাদের জন্য হেলাল হাফিজ কর্তৃক রচিত একটি পতাকা পেলে কবিতা দেওয়া হলো-

তোমরা চাইলে একটি পতাকা পেলে – হেলাল হাফিজ এখান থেকে পড়ে নিতে পারো। এই কবিতার প্রথম দশ লাইন পরীক্ষার দিন আবৃতি করবে।
সংবাদপত্রের খবর নির্বাচন
এবার শিক্ষার্থীরা সাম্প্রতিক সংবাদপত্রের যেকোন খবরের প্রথম ৫ লাইন নির্বাচন করবে এবং পড়ে শোনাবে। তোমাদের জন্য কয়েকটি নমুনা দেওয়া হল।
সংবাদ-১:
পত্রিকার নাম | দৈনিক প্রথম আলো |
তারিখ | ৩১ মে ২০২৩ |
শিরোনাম | গ্যাস-কয়লার অভাবে লোডশেডিং বাড়ছে |
প্রথম ৫ লাইন | তাপপ্রবাহের কারণে দেশে গরম বেড়েছে। বেড়েছে বিদ্যুতের চাহিদাও। কিন্তু পর্যাপ্ত উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি নেই। এতে বিদ্যুৎকেন্দ্রের একাংশ অলস বসে থাকছে; বাড়ছে লোডশেডিং। বিদ্যুতের ঘাটতি বাড়লে সাধারণত গ্রামে বেশি লোডশেডিং করা হয়। তবে এখন রাজধানীতে লোডশেডিং করা হচ্ছে। ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, গতকাল মঙ্গলবার কয়েক দফা করে লোডশেডিং হয়েছে। |

সংবাদ-২
পত্রিকার নাম | দৈনিক কালের কণ্ঠ |
তারিখ | ৩১ মে ২০২৩ |
শিরোনাম | প্রত্যাশা পূরণের চাপ বাজেটে |
প্রথম ৫ লাইন | নির্বাচনী বছর বাজেটে নানা রকম জনপ্রত্যাশা থাকে। কিন্তু অর্থনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণের চাপ। সঙ্গে যোগ হয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ, আর্থিক খাতের সংস্কার, বাড়তি ৬৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়, বিদ্যুতে ৩৫ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান, ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে দেড় লক্ষাধিক টাকা ঋণ নেওয়ার বিষয় এবং একই সঙ্গে বিপুল অঙ্কের সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন। এসব নানামুখী চাপের মধ্যে জনগণের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ নিয়ে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। |

উপরোক্ত তথ্যগুলো শুধু তোমাদের বোঝার সুবিদার্থে দেওয়া হল। শিক্ষার্থীরা অবশ্যই নিজের মত করে যেকোন পত্রিকার সংবাদ বাছাই করতে পারবে।
এরপর আমরা আলোচনা করবো বয়স ও সম্পর্কের বৈচিত্রতা বিবেচনায় মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো নিয়ে। সবার আগে পোস্টটি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।
৬ষ্ঠ শ্রেণি বাংলা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট সমাধান
প্রিয় পাঠক ২০২৩ সালের নতুনভাবে শুরু হওয়া নতুন কারিকুলাম এর আলোকে ষষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ের প্রথম অর্ধ বার্ষিক পরীক্ষার ভাষা ও সাহিত্য উৎসবের সকলে সমাধান নিচে দেখুন।
আপনার কাঙ্খিত কাজের শিরোনামের উপর ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবেন। অথবা আমাদের ওয়েবসাইটের হোমপেজে গিয়ে শিখন সহায়তা নামক সেকশনে সকল শ্রেণীর সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর সমূহ দেখতে।
8 Comments
Pingback: ৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর - অধ্যয়ন
Pingback: বয়স ও সম্পর্কের বৈচিত্র্যতা বিবেচনায় মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য - অধ্যয়ন
Pingback: বিদ্যালয়কে আরো সুন্দর করার জন্য যা যা করা যেতে পারে - অধ্যয়ন
Pingback: অন্যদের প্রিয় বই সম্পর্কে জানতে চাওয়ার উদ্দেশ্যে যে সকল প্রশ্ন করা যায় - অধ্যয়ন
Pingback: অবসর সময়ে যা করি - অন্যদের পছন্দ জানতে চাওয়ার উদ্দেশ্যে যেসকল প্রশ্ন - অধ্যয়ন
Pingback: বড়দিঘী সম্পর্কে ৪০০ শব্দের কথোপকথন (Dialogue) নমুনা - অধ্যয়ন
Thank you
Thank you for your help.