আজি বাংলাদেশের হৃদয় হতে প্রদর্শনী আয়োজন

২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির বার্ষিক মূল্যায়নে শিল্প সংস্কৃতি বিষয়ের নির্ধারিত কাজটি হল আজি বাংলাদেশের হৃদয় হতে শীর্ষক একটি প্রদর্শনী আয়োজন। শিক্ষার্থীরা সারা বছর শিল্প ও সংস্কৃতি বই থেকে যে সকল অভিজ্ঞতা গুলো অর্জন করেছে তার ভিত্তিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনটি সেশনে কর্মপরিকল্পনার মাধ্যমে প্রদর্শন করতে হবে। 

অধ্যায়ন ডটকমের পাঠকদের জন্য কিভাবে ষষ্ঠ শ্রেণির শিল্প সংস্কৃতি বিষয়ের আজই বাংলাদেশের হৃদয় হতে শিরোনামে একটি প্রদর্শনে আয়োজন করতে হবে তার বিস্তারিত কর্মযজ্ঞ ধাপে ধাপে জানিয়ে দেওয়ার জন্য এই আর্টিকেলটি রচনা করা হয়েছে।

ষষ্ঠ শ্রেণি শিল্প ও সংস্কৃতি অ্যাসাইনমেন্ট

আজি বাংলাদেশের হৃদয় হতে’ প্রদর্শনী আয়োজন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ঘোষিত নির্দেশন অনুযায়ী শিল্প সংস্কৃতি বিষয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা মূল্যায়ন উৎসবের দিন তাদের শ্রেণীকক্ষে “আজি বাংলাদেশের হৃদয় হতে” শিরোনামে একটি প্রদর্শনী আয়োজন করবে। 

১. প্রদর্শনীটি আয়োজন করার জন্য শ্রেণিকক্ষ নিজেদের সাজাতে হবে। শ্রেণিকক্ষ সাজানোর জন্য বিভিন্ন শিল্প সামগ্ৰী (বিভিন্ন ধরনের ঝালর, পাখি, মাছ, ফুল বা অন্য যেকোনো কিছু) তৈরি করবে।

২. নিজের মতো একটি কথোপকথন/গল্প লিখে বা নিজের পছন্দমতো ষষ্ঠ শ্রেণির অন্যান্য বিষয়ের পাঠ্যপুস্তক থেকে কোনো গল্প বাছাই করবে।

৩. গল্প অনুযায়ী একক বা দলগতভাবে আঙ্গুল/হাত পাপেট বানিয়ে উপস্থাপনা করবে।

৪. আঙ্গুল পাপেট বা হাত পাপেট দিয়ে উপস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনে গানও পরিবেশন করা যাবে।

আজি বাংলাদেশের হৃদয় হতে প্রদর্শনী

উপকরণ: ঝালর, পাখি, ফুল, মাছ, পাপেট বা অন্য যে কোনো কিছু তৈরির জন্য পুরোনো খবরের কাগজ বা ব্যবহৃত কাগজ, রঙিন কাগজ, কাঁচি, আঠা, রঙ, সুতা/দড়ি বাড়ি থেকে নিয়ে আসবে। তবে যদি কোনো শিক্ষার্থী বা দল উপকরণ না আনে সেক্ষেত্রে বিদ্যালয় তাদের উপকরণ সরবরাহ করবে।

কাজ-১: শ্রেণীকক্ষ সাজানোর জন্য বিভিন্ন শিল্প সামগ্রী তৈরি

শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীর ফাইনাল এসাইনমেন্ট আজি বাংলাদেশের হৃদয় হতে প্রদর্শনী আয়োজন করার জন্য আমাদের নিজেদের একক ভাবে যে সকল কাজ শিক্ষকদের থেকে দেয়া হবে তা তৈরি করতে হবে। 

আমরা যে যা পারি তা নিজেদের মতো করে তৈরি করে নিব। এর মধ্যে থাকতে পারে বিভিন্ন ধরনের ঝালর, পাখি, মাছ, ফুল বা অন্য যেকোনো কিছু।

কাগজ ঝালর বানানোর কৌশল

নিচের ছবিতে দেখানো ধাপগুলো অনুসরণ করে কিভাবে ঝালর বানাতে হয় দেখে নিতে পারো। আমার বিশ্বাস তোমরা এর থেকে আরও সুন্দর ঝালর তৈরি করতে পারবে। 

কাগজ ঝালর বানানোর কৌশল, আজি বাংলাদেশের হৃদয় হতে প্রদর্শনী
কাগজ ঝালর বানানোর কৌশল, সৌজন্যে: প্রথম আলো

কাগজ দিয়ে পাখি তৈরি

তোমরা অনেকেই কাগজ দিয়ে সুন্দর সুন্দর পাখি তৈরি করতে পারো। উক্ত প্রদর্শনী আয়োজন করার জন্য কাগজ দিয়ে তোমাদের ইচ্ছেমতো কয়েকটি পাখি তৈরি করে নাও। তোমাদের সুবিধার্থেই কিভাবে কাগজে ব্যবহার করে সুন্দর সুন্দর পাখি তৈরি করবে তার একটি ভিডিও উপস্থাপন করা হলো। 

সৌজন্যে: Habiba Creations ইউটিউব চ্যানেল

ফুল তৈরি কাগজ দিয়ে

প্রদর্শনী আয়োজন ক্ষেত্রে কাগজের ফুল আমাদের শ্রেণীকক্ষকে আরো অনেক সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে পারে।  তোমরা চাইলে নিচের ভিডিওটি দেখে কিভাবে কাগজের ফুল তৈরি করতে হয় সেটি দেখে নিতে পারো।  তবে আমি জানি তোমরা অনেকেই নিজেরাই কাগজের ফুল তৈরি করতে পারবে।

নিচের ছবির গ্যালারিতে দেওয়া কাগজের ফুলের উপর ক্লিক করলে সেটি কিভাবে তৈরি করতে হবে তার ভিডিও তোমার সামনে উপস্থাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: এই কনটেন্ট কপি করা যাবেনা! অন্য কোনো উপায়ে কপি করা থেকে বিরত থাকুন!!!