অবসর সময়ে যা করি – অন্যদের পছন্দ জানতে চাওয়ার উদ্দেশ্যে যেসকল প্রশ্ন: বয়সও সম্পর্কের বৈচিত্র্যতা বিবেচনায় আমরা অন্যদের অবসর সময়ের প্রিয় কাজ সম্পর্কে জানতে চাওয়ার কয়েকটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এখানে আপনি জানতে পারবেন কিভাবে অন্যদের অবসর সময়ে যা করে সেই প্রিয় কাজ সম্পর্কে জানতে পারবেন এবং কেন সেই সেটি পছন্দ করে তাও জানার কয়েকটি প্রশ্ন দেয়া হবে।
পূর্বের আলোচনায় আমরা অন্যদের প্রিয় বই সম্পর্কে জানতে চাওয়ার প্রশ্নগুলো জেনেছিলাম। আপনাদের অনুপ্রেরণায় ও সহযোগিতার চিন্তা থেকে আজকে অন্যদের প্রিয় শখ কিভাবে জানবেন সে বিষয়ে আলোচনা করব।
অবসর সময়ে যা করি
ষষ্ঠ শ্রেণি বাংলা বিষয়ের ২০২৩ সালের অর্ধ বার্ষিক পরীক্ষায় ভাষা ও সাহিত্য উৎসবের দ্বিতীয় পারদর্শিতার কার্যক্রমের তিন নম্বর কাজটি হল অবসর সময়ে যা করি সে বিষয়ে অন্যদের পছন্দ জানতে চাওয়া।
পারদর্শিতা সূচকের নির্দেশনা গুলো অনুসরণ করে আমরা আজকে নিয়ে এসেছি অন্যদের পছন্দের কাজ সম্পর্কে জানতে চাওয়ার উদ্দেশ্যে কি কি প্রশ্ন করা যায় সেগুলো নিয়ে অবসর সময়ে করণীয় নিয়ে কাজ রয়েছে।
শিক্ষার্থীরা প্রথমে এককভাবে নিজেদের মনে আশা প্রশ্নগুলো লিপিবদ্ধ করবে এবং দলগতভাবে সেগুলো একত্রিত করে বিস্তারিত আলোচনা করবে। এক্ষেত্রে পূর্ব নির্ধারিত ব্যক্তি বা শিক্ষকের সাথে আলোচনা করতে হবে।

অন্যদের পছন্দ জানতে চাওয়া
এখানে আমরা অন্যদের অবসর সময়ের পছন্দ জানতে চাওয়ার প্রশ্নগুলো দুটি ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমে কিভাবে অন্যদের অবসর সময়ের পছন্দের কাজ সম্পর্কে জানব সে সম্পর্কে কয়েকটি প্রশ্ন এবং তারপরে কেন সে কাজটি বেশি করতে পছন্দ করে সে বিষয়ে কয়েকটি প্রশ্ন উপস্থাপন করব।
তোমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলো নোট করবে এবং নিজেদের মতো করে কাস্টমাইজ করে শিক্ষকের নিকট অথবা দলনেতার কাছে জমা দিবে।
অবসর সময়ের পছন্দের কাজ জানতে চাওয়ার প্রশ্ন
১. আপনি কিভাবে আপনার অবসর সময় কাটাতে পছন্দ করেন?
২. আপনার অবসর সময়ে সাধারণত কোন কাজটি করেন?
৩. আপনার নিজের জন্য সময় পেলে কি করতে ভালোবাসেন?
৪. আপনার/ তোমার প্রিয় কোন শখ বা আগ্রহ আছে যা অবসর সময়ে কর/করেন?
৫. আপনার হাতে যখন কাজ থাকে না তখন আপনি কি করেন?
৬. বিদ্যালয় বন্ধের সময় তুমি কি কর?
৭. সাপ্তাহিক ছুটির সময় তুমি সাধারণ কি করতে ভালোবাসো?
৮. এমন কোন বিনোদন বা খেলাধুলা আছে যা অবসর সময়ে তুমি করতে পছন্দ কর?
৯. পড়াশোনার চাপ বা কর্মব্যস্ততা কাটাতে তুমি অবসরে কি কর?
১০. এমন কোন কাজ কি আছে যেটা আপনি অবসর সময়ে করেন?
১১. আপনার পছন্দের এমন কোন কাজ আছে যেটা আপনি অন্যকে করতে উৎসাহিত করবেন অবসর সময়?
উপরোক্ত প্রশ্নগুলো দিয়ে আমরা অবসর সময়ে যা করি বা অন্য কেউ অবসর সময়ে যা করতে পছন্দ করে সে বিষয়গুলো জানতে পারবো। এবার আমরা জানব কেন সে এই কাজটি অবসর সময় করতে পছন্দ করে সে বিষয়ে কি কি প্রশ্ন করে জানতে পারা যাবে।
অবসর সময়ের প্রিয় কাজ পছন্দের কারণ জানতে চাওয়ার প্রশ্ন
অবসর সময়ে আমাদের প্রিয় কাজটি বেছে নেওয়ার পেছনে কয়েকটি কারণ থাকে। অন্যরা অবসর সময়ে কোন কাজটি করে এবং সে কেন সেটা করে তা জানতে নিচের প্রশ্নগুলো করা যেতে পারে।
১. অবসর সময় কাটানোর জন্য আপনি এই কাজটি কেন বেছে নিয়েছেন?
২. এই কাজে আপনার অবসর সময় কাটানোর সিদ্ধান্তের পেছনে বিশেষ কোনো কারণ আছে কি?
৩. এই কাজটি পছন্দ করার আগে আপনি কোন বিশেষ কোন কাজ অবসর সময় কি করতেন?
৪. কি কি বিশেষ দিক বিবেচনায় আপনি অবসর সময় করার জন্য এই কাজটি বেছে নিয়েছেন?
৫. এই কাজটি অবসর সময়ে করায় আপনি কি কি সুবিধা পেয়েছেন বা কোন অর্জন কি হয়েছে?
৬. অবসর সময়ে এই কাজটি করে আপনি কতটুকু মানসিক প্রশান্তি পেয়েছেন?
৭. অবসর সময় করার জন্য এই কাজটি বেছে নেওয়ার পেছনে কোন বিষয়টি প্রভাব বিস্তার করেছে?
৮. আপনার কি মনে হয় অবসর সময়ে এই কাজ করার কারণে আপনার বিশেষ বিকাশ বা আনন্দের উৎস হয়ে উঠেছে?
৯. আপনি কি এই কাজটি করার জন্য অন্যদেরকে উৎসাহিত করবেন? কেন?
প্রিয় পাঠক কারো অবসর সময় করা প্রিয় কাজ সম্পর্কে জানার জন্য উপরোক্ত প্রশ্ন সমূহ একটি নমুনা মাত্র। আপনারা পরিবারের অন্যদের সাথে আলোচনা করে অথবা শিক্ষকের সাথে অথবা অন্য কারো সাথে আলোচনা করে এ বিষয়ে আরো বিস্তারিত লিখতে পারেন।
পরবর্তীতে আমরা ষষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ের প্রথম সাময়িক পরীক্ষার ভাষায় শব্দ, বাক্য ও যতি চিহ্নের ব্যবহার সংক্রান্ত বিভিন্ন কাজে নিয়ে আলোচনা করব।
এছাড়াও সকল বিষয়ের নমুনা উত্তর সমূহ পাওয়ার জন্য আমাদেরফেসবুক গ্রুপ জয়েন করে নাওইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবংফেসবুক পেজটি লাইক এবং ফলোকরে রাখুন। তোমার বন্ধুকে বিষয়টি জানানোর জন্য আমাদের ওয়েবসাইটটি তার খাতায় নোট করে দিতে পারো।
৬ষ্ঠ শ্রেণি বাংলা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট সমাধান
প্রিয় পাঠক ২০২৩ সালের নতুনভাবে শুরু হওয়া নতুন কারিকুলাম এর আলোকে ষষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ের প্রথম অর্ধ বার্ষিক পরীক্ষার ভাষা ও সাহিত্য উৎসবের সকলে সমাধান নিচে দেখুন।
আপনার কাঙ্খিত কাজের শিরোনামের উপর ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবেন। অথবা আমাদের ওয়েবসাইটের হোমপেজে গিয়ে শিখন সহায়তা নামক সেকশনে সকল শ্রেণীর সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর সমূহ দেখতে।
1 Comment
Pingback: ৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর - অধ্যয়ন