প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা জানব অন্যদের প্রিয় বই সম্পর্কে জানতে চাওয়ার উদ্দেশ্যে যে সকল প্রশ্ন করা যায় তা নিয়ে। আমরা প্রায়ই অন্যদের প্রিয় শখ, প্রিয় বই, প্রিয় খেলা সহ অন্যান্য পছন্দের বিষয় সম্পর্কে জানতে চাই। এটিই যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারো প্রিয় বিষয় সম্পর্কে জানতে চাওয়ার মতো যোগাযোগের ক্ষেত্রে বয়সও সম্পর্কের বিবেচনায় বিবেচ্য বিষয় সমূহ জানা যাবে এই আলোচনায়।
ষষ্ঠ শ্রেণির ভাষা ও সাহিত্য উৎসব জুন ২০২৩ এর বাংলা বিষয়ের দ্বিতীয় পারদর্শিতার কার্যক্রমে ২ নং অপশনটি হচ্ছে কারো প্রিয় বই সম্পর্কে জানা।
এখানে আরো কয়েকটি কাজ ছিল যার মধ্যে অন্যতম বিদ্যালয়কে আরো সুন্দর করার জন্য যা যা করা যেতে পারে সে সম্পর্কিত আইডিয়া জমা দেন এবং এর আগে রয়েছে বয়স ও সম্পর্কের বৈচিত্রতা বিবেচনায় মর্যাদা বজায় রেখে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয় সমূহ আলোচনা;
অন্যদের প্রিয় বই সম্পর্কে জানা
আমরা আশপাশের অনেকের সাথে আলোচনার সময় তাদের প্রিয় জিনিস সম্পর্কে জানতে চাই। এরমধ্যে যার সাথে কথা বলছি তার প্রিয় বই সম্পর্কে জানতে চাওয়া একটি খুব স্বাভাবিক বিষয়।
হতে পারে তাদের প্রিয় বইটি অনেক গুরুত্বপূর্ণ এবং জ্ঞানার্জনের সহায়ক ভূমিকা পালন করবে। তাই কেন সেই বইটি পছন্দ করছে সেটি সহজ ভাবে বোঝার জন্য বা বইটি সম্পর্কে ধারণা নেয়ার জন্য কিছু প্রশ্ন করা যেতে পারে।

প্রিয় বই সম্পর্কে জানতে চাওয়া
অন্যদের প্রিয় বই সম্পর্কে জানতে চাওয়ার পূর্বে আমাদেরকে কয়েকটি প্রশ্ন জেনে নিতে হবে কারণ বয়স এবং সম্পর্কের বিবেচনায় মানুষকে কোন বিষয় সম্পর্কে প্রশ্ন করতে হয়।
এই আর্টিকেলে তোমাদের জন্য অন্যদের প্রিয় বই সম্পর্কে জানতে চাইলে যে সকল প্রশ্ন করবে তার একটি তালিকা দেয়া হবে তোমরা সেটি তোমাদের খাতায় নোট করে শিক্ষকের নিকট বা দোলনা নিকট জমা দিবে।
অন্যদের প্রিয় বই সম্পর্কে জানতে চাওয়ার উদ্দেশ্যে প্রশ্ন
এবার নিচে তালিকাটি ভালোভাবে ফলো করো এতে অন্যদের প্রিয় বই সম্পর্কে জানতে চাওয়ার উদ্দেশ্যে যে সকল প্রশ্ন করা যেতে পারে তার নমুনা দেয়া আছে। তোমরা চাইলে নিজেদের মতো করে সেই তালিকাটি মডারেট করে নিতে পারো।
ক. কারো প্রিয় বইয়ের নাম জানতে চাওয়ার জন্য যে সকল প্রশ্ন করা যেতে পারে-
১. আপনার সব সময়ের প্রিয় বই কোনটি?
২. আপনার কি কোন নির্দিষ্ট ক্যাটাগরির প্রিয় বই আছে?
৩. আপনি কি এমন একটি বইয়ের কথা আমাকে শেয়ার করতে পারেন যা আপনি সম্প্রতি পড়েছেন এবং সত্যিই অনেক উপভোগ করেছেন?
৪. এমন কোন বই আছে যা আপনার জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে?
৫. আপনার পছন্দের এমন কোন বই কি আছে যা আপনি অনেকবার পড়েছেন কিন্তু তারপরও পড়তে ইচ্ছে করে?
৬. আপনার প্রিয় লেখক কে? এবং তার লেখা বই কি আপনার সবচেয়ে বেশি প্রিয়?
৭. আপনার প্রিয় লেখক এর একটি বইয়ের নাম বলুন যা আপনি একাধিকবার পড়েছেন?
৮. আপনি কি এমন কোন বই পড়েছেন যা আপনার চিন্তাশক্তিতে বিশেষ পরিবর্তন এনেছে এবং আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে?
৯. আপনার মনে জায়গা করে নিয়েছে এমন এক কোন বই কি আছে?
১০. আপনার পছন্দের এমন কোন বই আছে যা আপনি মনে করেন জীবনে একবার হলেও পড়া উচিত?
অন্যদের প্রিয় বই সম্পর্কে জানতে চাওয়ার উদ্দেশ্যে যে সকল প্রশ্ন করা যায়
খ. বইটি কেন প্রিয় সে সম্পর্কে যে সকল প্রশ্ন করা যেতে পারে
একজন পাঠকের বিভিন্ন কারণে কোন বই পছন্দ হতে পারে। কারো কাছে তার পছন্দের বই সম্পর্কে জানতে চাওয়ার ক্ষেত্রে ঠিক কি কারণে তিনি বইটি পছন্দ করছেন সে বিষয়ে যে সকল প্রশ্ন করা যেতে পারে তার আলোচনা নিচে করা হলো-
১. এই বইটিতে এমন কি আছে যা আপনাকে এত দৃঢ়ভাবে অনুরণিত করেছে?
২. আপনি কি এই বইয়ের এমন কোন বিষয়ে চিহ্নিত করতে পারেন যার দ্বারা আপনি গভীরভাবে প্রভাবিত হয়েছেন?
৩. এই বইটি পড়ার সময় আপনার অনুভূতি কেমন ছিল এবং কেন আপনি মনে করেন এই বইটি আপনার মনের সকল কথা প্রকাশ করেছেন?
৪. বইতে এমন কোন চরিত্র কি পেয়েছেন যা আপনাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে? যদি তাই হয় তাহলে কেন আপনি সেটা মনে করেন?
৫. বইটিতে এমন কোন বিষয় আছে বা এমন কোন দৃশ্য বা মুহূর্ত যা আপনার অনেক দিন স্মরণ থাকবে?
৬. বইটিতে এমন কোন বিষয় আছে যা আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেছে? যদি তা হয় তাহলে কিভাবে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলো?
৭. বইটির এমন কোন বিভাগ বা সেকশন আছে যা আপনার কাছে গভীর অর্থ বহ মনে হয়?
৮. এমন কিছু বিষয় শেয়ার করুন যা বইটির কারণে আপনার জীবন নিয়ে প্রভাবিত হয়েছে?
৯. আপনি কি বইটি অন্যদেরকে পড়ার জন্য উৎসাহ প্রদান করবেন যদি তা হয় তাহলে কেন?
১০. বইটির সারমর্ম সম্পর্কে আপনি কি বলবেন?
প্রিয় শিক্ষার্থী এগুলো ছিল তোমাদের জন্য কারো প্রিয় বই সম্পর্কে জানার জন্য যে সকল প্রশ্ন করা যেতে পারে তার নমুনা প্রশ্ন। তোমরা তোমাদের পরিচিত এবং শিক্ষকদের সাথে আলোচনা করে আরো কিছু প্রশ্ন সংগ্রহ করে নিতে পারো।
অন্যদের প্রিয় বই সম্পর্কে জানতে চাওয়া এই প্রশ্নগুলো নির্ধারিত তালিকা প্রস্তুত করে তোমার দলনেতা অথবা শ্রেণি শিক্ষকের নিকট জমা দাও তারপর সবার আইডিয়া মিলিয়ে একটা বিশাল তালিকা তৈরি করো।
অন্যদের প্রিয় বই সম্পর্কে জানতে চাওয়ার উদ্দেশ্যে যে সকল প্রশ্ন করা যায়
পূর্বের আলোচনায় আমরা জেনেছি বয়স ও সম্পর্কের বৈচিত্রতা বিবেচনায় যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো সম্পর্কে এবং প্রমিত ভাষার ব্যবহার – শব্দের অপ্রমিত/আঞ্চলিক উচ্চারণ এবং প্রমিত উচ্চারণ নিয়ে জেনেছিলাম। যারা দেখ নাই এখনি দেখে নিতে পারো।
এছাড়াও সকল বিষয়ের নমুনা উত্তর সমূহ পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করে নাও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন। তোমার বন্ধুকে বিষয়টি জানানোর জন্য আমাদের ওয়েবসাইটটি তার খাতায় নোট করে দিতে পারো।
৬ষ্ঠ শ্রেণি বাংলা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট সমাধান
প্রিয় পাঠক ২০২৩ সালের নতুনভাবে শুরু হওয়া নতুন কারিকুলাম এর আলোকে ষষ্ঠ শ্রেণির বাংলা বিষয়ের প্রথম অর্ধ বার্ষিক পরীক্ষার ভাষা ও সাহিত্য উৎসবের সকলে সমাধান নিচে দেখুন।
আপনার কাঙ্খিত কাজের শিরোনামের উপর ক্লিক করলে বিস্তারিত দেখতে পাবেন। অথবা আমাদের ওয়েবসাইটের হোমপেজে গিয়ে শিখন সহায়তা নামক সেকশনে সকল শ্রেণীর সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর সমূহ দেখতে।
4 Comments
Pingback: বিদ্যালয়কে আরো সুন্দর করার জন্য যা যা করা যেতে পারে - অধ্যয়ন
Pingback: অবসর সময়ে যা করি - অন্যদের পছন্দ জানতে চাওয়ার উদ্দেশ্যে যেসকল প্রশ্ন - অধ্যয়ন
Pingback: ৬ষ্ঠ শ্রেণি বাংলা ১ম সামষ্টিক মূল্যায়ন (অর্ধ-বার্ষিক) ২০২৩ নমূনা প্রশ্ন ও সম্ভব্য উত্তর - অধ্যয়ন
Pingback: বড়দিঘী সম্পর্কে ৪০০ শব্দের কথোপকথন (Dialogue) নমুনা - অধ্যয়ন